17-01-2022, 08:34 PM
(17-01-2022, 08:25 PM)nandanadasnandana Wrote: জানতাম এই প্রশ্ন উঠবে। আমিও বহু ভেবেছি। কি দরকার ছিল ওদের? কিন্তু ভেবে দেখুন তো, এটা যদি দুটো সাধারণ ছেলে মেয়ের গল্প হতো, এটা কি সত্যি গল্প হত? হতো না। আজকে এটা গল্প কারন ওরা একটা নিষিদ্ধ সম্পর্ক লীড করেও একে অপর কে সেই সম্পর্ক টার বাইরে ভালোবাসে। তাই তো আজকের সমাজে এটা একটা গল্প হল? না হলে কত লক্ষ প্রেমিক প্রেমিকা এই রকম পাঁচ ছয় বছর বয়সের গ্যাপ কে পাত্তা না দিয়ে বিয়ে করে নিচ্ছে। তাই আমি এই প্রশ্নের উত্তর আমার গল্পে নিজে দিই নি। রেখে দিয়েছিলাম উত্তর টা পাঠক দের মনেই।
আবার আপনি করে বললে