17-01-2022, 08:21 PM
কত ঝড় সইব আর? এদের কি মায়া দয়া নেই? গত আড়াই তিন মাস আমি ঠিক করে ঘুমাই নি অব্দি। কি খেলাম সেটাও কেউ দেখেনি। আর আজকে আমাকে নিয়ে বসেছে এই সম্পর্কের মীমাংসা করতে। মরতে তো পারব না। কাজেই, অর্জুনের অলক্ষ্যেই আমি রক্তাক্ত হব সারা জীবন। কেউ না কেউ, প্রতিদিন, জিহ্বার তলোয়ার আমার দিকে চালাবে। রক্তাক্ত হব আমি। সারা জীবন। নাহ আজকে কথা বলব আমি। বলবই।
একটা ব্যাপার একটু অস্বাভাবিক লাগে , নান্দু একজন দেশ বিখ্যাত ডক্টরেট প্রফেসর ... অর্জুন IIT KGP topper... ভূতপূর্ব গুগল executive ... এরা দুজনে দুজনকে ভালোবাসে পাগলের মতো ... আর ফালতু যত গ্রামের লোকেদের পাল্লায় পড়ে নিজেদের জীবনে এতো দুঃখ কষ্ট টেনে আনছে .. একজন saline নিচ্ছে আরেকজন শুধু একফোঁটা সিঁদুর লাগিয়ে লাগিয়ে নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছে ... WHAT THE F IS GOING ON ??
একটা ব্যাপার একটু অস্বাভাবিক লাগে , নান্দু একজন দেশ বিখ্যাত ডক্টরেট প্রফেসর ... অর্জুন IIT KGP topper... ভূতপূর্ব গুগল executive ... এরা দুজনে দুজনকে ভালোবাসে পাগলের মতো ... আর ফালতু যত গ্রামের লোকেদের পাল্লায় পড়ে নিজেদের জীবনে এতো দুঃখ কষ্ট টেনে আনছে .. একজন saline নিচ্ছে আরেকজন শুধু একফোঁটা সিঁদুর লাগিয়ে লাগিয়ে নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছে ... WHAT THE F IS GOING ON ??