17-01-2022, 07:16 PM
(17-01-2022, 06:40 PM)Baban Wrote:আমি যে অশ্লীল কথাটা কেন ব্যবহার করেছি সেটা বোধহয় আপনি বুঝতে পারেন নি দাদা, ভুল বুঝেছেন। আমি আমার সৃষ্টিকে সবসময় সম্মান করি..... আমার সৃষ্ট প্রতিটা চরিত্র আমারই। তা সে সর্বোচ্চ ঘৃণ্য ব্যাক্তিত্ব হোক বা বন্ধু গল্পের সেই ভোলা বা কাগজের নৌকোর বাচ্চাদুটো। তাদের দিয়ে আমি যাই করাই ভালো বা মন্দ তা পুরোটাই আমার... আর আমার..... অন্যের ফ্যান্টাসি পূরণ করতে আমি লিখিনা।
অশ্লীল নাকি অশ্লীল নয় সেটা যে পড়ছে তার ওপর। কেউ অন্যের বৌকে পরপুরুষে নস্ট করছে পড়ে উত্তেজিত হন..... সেটা একদিক থেকে যেমন জঘন্য আবার আরেকদিক থেকে দারুন আকর্ষক। আমি নিজেই তো সেসব গল্প লিখেছি..... তাতে এমন অনেক বিবরণ দিয়েছি যা আমার কাছে উত্তেজক আবার কারোর কাছে অশ্লীল লাগতেই পারে. তাই লিখেছিলাম হোক না অশ্লীল.... তবু তা আমার সৃষ্টি.
আর আমি আবারো বলছি হোক না অশ্লীল.. সাথে জঘন্য, নোংরামি পৈশাচিক বিকৃত......... আমি তো সেটাই দেখাতে চেয়েছি। এখানে অশ্লীলতা আমার কাছে অন্তত হাতিয়ার(পাঠক আকর্ষণ শুধু নয়, নির্লজ্জ্ব জঘন্য গুপ্ত বাস্তব ফুটিয়ে তোলার ক্ষেত্রেও) মোটেও অপমানজনক কথা নয়। অশ্লীল অন্তত আমার কাছে খারাপ কথা নয়... আমি যদি একটা খুনি হিসাবে গল্প লিখি অর্থাৎ 1st person হিসেবে... আমি কি তাকে ভুল দেখাবো? নাকি এটা দেখাবো আমি যাই করি ঠিক? ভুলটাই সেই চরিত্রের কাছে ঠিক......অবশ্যই দ্বিতীয়টা।
এখানে যেখানে ফোরাম নিজেই নাম পাল্টে bengali sex stories হয়ে গেলো এটা ভুলে যে এখানে নন- ইরোটিক বলেও একটা ব্যাপার আছে.... আবার কিছু পাঠকের কাছে সাময়িক নস্ট মজার নেয়ার স্থান.... তারা নিজেরাই সম্মান করেনা লেখক ও লেখাকে... লেখা পড়লেই আর পেলেই হলো। সেও আমার পাঠক..... আবার যে ওই প্রতিটা লাইন অনুভব করে পড়ে সেও আমার পাঠক।
এবারে বুঝলেন কেন অশ্লীল বলেছি..... আমার আদর গল্পের মতো একটু জটিল..... কিন্তু এটাই সত্যি
তাই কারোর কাছে অশ্লীল, কারো কাছে চরম কামুক কারো কাছে বিকৃত.... কিন্তু সবকটা আমারই সৃষ্টি..... এটাই তো ম্যাজিক ❤
বিচিত্র কে নিয়ে ঠিক বললেন.... আমার লেখা একটা গল্প 2 স্টার পেয়েছে.. কেন পেলো?সেই ভেবে বসে থাকলে আজ এতগুলো লেখা লিখতে পারতাম? যে পড়ার সে পড়বে ঠিক... থাকুক না 2/3/4/5 star
অসাধারণ লিখেছেন আমার ভালো লাগলো...