17-01-2022, 04:50 PM
(17-01-2022, 11:06 AM)Baban Wrote: হ্যা দাদা... এই গসিপি দিয়েই তো লেখার যাত্রা শুরু.. হোক না সে ইরোটিক অশ্লীল গল্প। তবু তো শুরু.... তার আগে তো পাঠক ছিলাম। এখানে অন্যদের লেখা পড়ে কি ভুত মাথায় চাপলো ব্যাস....... পাগলামি শুরু। তারপরে এলো অন্য বাবান... আজকের বাবান। তবে অবশ্যই আগের সেই ইরো লেখক বাবান ছিল বলেই আজকের বাবান এতদূর আসতে পেরেছে। আপনি আমি ও অনেকেই ইরোটিক গল্পকে অনেক সম্মানের চোখে দেখি। থাকুক না তাতে অশ্লীল বিবরণ.... পাঠককে চূড়ান্ত লেভেলে উত্তেজিত করা ওতো সহজ ব্যাপার নয়। সেই দিক থেকে আমি আপনি সফল এছাড়া অন্য বিবরণ তো আছেই।
Ddey দাদা কোনো চাহিদার মধ্যে না থেকে একের পর এক গল্প পোস্ট করে চলেছেন....... তিনি কিন্তু থামেননি...... নিজের কাজ টুকু সততার সাথে করছেন। কে পড়বে না পড়বে এবারে নিজস্ব ব্যাপার... এছাড়া কিছু মনের সত্যি কথা তো আছেই।
বিচিত্র ভায়ার রেটিং নিয়ে কি প্রব্লেম বুঝলাম না.... থাকনা যে যার মতো.... আমার প্রথম রোমান্টিক লেখা তোমাতে আমাতে দেখা হয়েছিল মাত্র দুটো রেটিং নিয়ে বসে আছে.... কেউ একজন তিন স্টার করে দিয়েছিলো আবার দেখি ২ হয়েছে গেছে গল্পটা অন্তত 2স্টার এর মতো নয়। তবু সেই হয়ে আছে।
তো এবার কি আমি সেই দেখে কাঁদতে বসবো নাকি? নাকি রেটিং মানিনা মানছিনা... মানবোনা করবো? আমার ইরোটিক গল্পর ভিউ আর নন ইরোটিক থ্রেডের ভিউ এর পার্থক্য সবাই দেখতে পাচ্ছে... তো লেখা কি ছেড়ে দেবো নাকি?
যাকগে যেযার মতন...... থাকুক... আমরাও আমাদের মতন... পাল্টানোর কোনো প্রয়োজন নেই।
দে বাবুর দেওয়া একটা প্রবন্ধ তে পড়েছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, যে অশ্লীল কাকে বলে? অশ্লীলের সংজ্ঞা কি? এই নিয়ে।
যৌনতা কি নোংরা? যদি নোংরাই হয় তবে তার প্রতি এতো টান কিসের....
আমার ব্যাক্তিগত মতামত আমরা যারা যৌনতা নিয়ে লিখি তাদের অন্তত এটা ধারণা হওয়া উচিৎ না যে যা লিখি আমরা তা অশ্লীল। কারণ তাতে আমাদের পরিশ্রম আছে, চিন্তা শক্তি আছে, ধৈর্য আছে, সময় আছে। সেহেতু আমাদের লেখা কে আমরা কেন অশ্লীল বলবো। আমরা নিজেদেরই সৃজন শীলতা কে অশ্লীল বলি তাহলে অন্যরা কি বলবে?
আমরা শুধু ঘটনার বর্ণনা করবো একটা গল্পের রূপ দিয়ে। যারা পড়বেন তারা নির্ধারণ করবেন এটা অশ্লীল কি না। গ্রহণ যোগ্য কি না। লেখক, চিত্রগ্রাহক, সিনেমার পরিচালক তারা উত্তর শুধু নিজের সৃজন ক্ষমতা দিয়ে সৃষ্টি করবেন। তারা নির্ধারণ করবেন না যে এটা নোংরা, অসভ্য, বর্বর কি না। ওটা পাঠকের গ্রহণ ক্ষমতার উপর ছেড়ে দেওয়া ভালো।
এই বার আসি বিচিত্রবীর্যের প্রসঙ্গে, দেখুন এই সাইটটা মূলত ধরে নেওয়া যায় যে যৌন গল্পের জন্য বানানো হয়েছে। কিন্তু এর মধ্যে নন এরোটিক বিভাগও আছে। তার মানে ধরে নেওয়া যায় যে নন এরোটিক গল্পেরও পাঠক থাকবে। তবুও নন এরোটিক গল্প পোস্ট করে সফল হওয়া এখানে একটা চ্যালেঞ্জইং এর ব্যাপার। যার ওই দম বা মনোবল আছে তাকেই এগিয়ে আসা উচিৎ।
আপনি, দে বাবু,দাদা অফ ইন্ডিয়া,বিচিত্রবীর্য এবং বুম্বা দা সেই স্টিরিওটাইপ ব্রেক করেছেন এমন কি ভালো ভাবেই করেছেন। দর্শকের সংখ্যাও প্রচুর। দর্শক নতুন স্বাদের গল্পও একই ছাতার তলায় পেয়েছেন। সেক্ষত্রে রেটিংস নিয়ে এতো মাথা ঘামালে চলবে না। নতুন গল্পে ভালো রেটিংস থাকে পরে সেটা নিচে নেমে যায়। এমন কি imdb র রেটিং ও পরে নিচে নামতে থাকে। ওটা শুধু লেখক এবং পাঠক কে শুরুর দিকে উৎসাহিত করার জন্য। তবে আগে যেটা বললাম চ্যালেঞ্জ নেওয়া হয়েছে তখন সব কিছুর বাধা অতিক্রম করতে হবে।
আপনার এরোটিক কি নন এরোটিক দুটোই সমহারে উপাদেয়। দুটোই একই রকম আনন্দ দেয়।