17-01-2022, 11:26 AM
জবাব- বাবান
হাত বাড়িয়ে পথিক। একটু জীবন বাকি তার। আরেকটু ধার করতে চায় সে নীলাভ রশ্মির কাছ থেকে। একটা প্রশ্নের জবাব চাই তার। উত্তর জানা যে বাকি রয়ে গেছে। কি পেলো সেই মানুষটা দুঃখ দিয়ে তাকে? কি সুখ পেলো সেই মানুষটা বিষাক্ত তরল গিলিয়ে? কি সুখ পেলো মানুষটা এতো ভালোবাসাকে অপমান করে? নতুন শরীরী চাহিদা? নতুন আকর্ষণ? নতুন শক্তির সামনে মাথা নত করে অতীত মুছে কি সুখ পেলো সেই মানুষটা? ভুলে গেলো এই প্রানশক্তি তাকেও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলো আর আজ সেই পথিককেই মাঝ রাস্তায় বিদায় জানিয়ে নতুন বাহনে উঠে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেলো। পড়ে রইলো পথিক... একটু জীবন ধার চাই তার। উত্তর পাওয়া বাকি।
- বাবান