17-01-2022, 11:06 AM
(17-01-2022, 10:03 AM)Jupiter10 Wrote: বাবান দাও খুবই ভালোবাসেন গসিপ কে।
হ্যাঁ, সে কারণেই বিচিত্রবীর্য ভাইয়ের অভিমান হয়েছে। ও না থাকায় গসিপ ফাঁকা ফাঁকা লাগছে ডেকে আনুন তাকে।
নারী লেখককে উৎসাহিত করছেন বলে মনে লেগেছে বেচারার
হ্যা দাদা... এই গসিপি দিয়েই তো লেখার যাত্রা শুরু.. হোক না সে ইরোটিক অশ্লীল গল্প। তবু তো শুরু.... তার আগে তো পাঠক ছিলাম। এখানে অন্যদের লেখা পড়ে কি ভুত মাথায় চাপলো ব্যাস....... পাগলামি শুরু। তারপরে এলো অন্য বাবান... আজকের বাবান। তবে অবশ্যই আগের সেই ইরো লেখক বাবান ছিল বলেই আজকের বাবান এতদূর আসতে পেরেছে। আপনি আমি ও অনেকেই ইরোটিক গল্পকে অনেক সম্মানের চোখে দেখি। থাকুক না তাতে অশ্লীল বিবরণ.... পাঠককে চূড়ান্ত লেভেলে উত্তেজিত করা ওতো সহজ ব্যাপার নয়। সেই দিক থেকে আমি আপনি সফল এছাড়া অন্য বিবরণ তো আছেই।
Ddey দাদা কোনো চাহিদার মধ্যে না থেকে একের পর এক গল্প পোস্ট করে চলেছেন....... তিনি কিন্তু থামেননি...... নিজের কাজ টুকু সততার সাথে করছেন। কে পড়বে না পড়বে এবারে নিজস্ব ব্যাপার... এছাড়া কিছু মনের সত্যি কথা তো আছেই।
বিচিত্র ভায়ার রেটিং নিয়ে কি প্রব্লেম বুঝলাম না.... থাকনা যে যার মতো.... আমার প্রথম রোমান্টিক লেখা তোমাতে আমাতে দেখা হয়েছিল মাত্র দুটো রেটিং নিয়ে বসে আছে.... কেউ একজন তিন স্টার করে দিয়েছিলো আবার দেখি ২ হয়েছে গেছে গল্পটা অন্তত 2স্টার এর মতো নয়। তবু সেই হয়ে আছে।
তো এবার কি আমি সেই দেখে কাঁদতে বসবো নাকি? নাকি রেটিং মানিনা মানছিনা... মানবোনা করবো? আমার ইরোটিক গল্পর ভিউ আর নন ইরোটিক থ্রেডের ভিউ এর পার্থক্য সবাই দেখতে পাচ্ছে... তো লেখা কি ছেড়ে দেবো নাকি?
যাকগে যেযার মতন...... থাকুক... আমরাও আমাদের মতন... পাল্টানোর কোনো প্রয়োজন নেই।