17-01-2022, 10:03 AM
(17-01-2022, 09:25 AM)ddey333 Wrote: হা হা হা ,
তার মানে আমি হলাম গিয়ে নাটের গুরু ??
একটা কথা , এই থ্রেডটা কিন্তু MR WAFER খুলেছিলো আমাকে WARNING দেওয়ার জন্য , প্রথম পাতায় প্রথম যে পোস্টটা আছে ওটা আমার উদ্দেশ্যেই লেখা হয়েছিল ... জাস্ট মনে পড়ে গেলো ব্যাপারটা তাই বললাম l
বলেন কি??? জানতাম নাতো। তবে আমারও মনে হয়েছিলো এই থ্রেডটা আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য খোলা হয়েছিলো। সেই জন্য উপরের একটা পোস্ট ও দেওয়া হয়েছে। যাইহোক তার মানে আমরা সবাই একই দোষের দোষী।
পরে বুঝতে পারি, গসিপকে সচল রাখতে গেলে, যারা গসিপ কে ভালোবাসেন তাঁদের এগিয়ে আসা উচিৎ। আপনি গসিপকে ভালোবাসেন বলেই গসিপকে তিনশোর উপর থ্রেড উপহার দিয়েছেন। আমিও গসিপ কে ভালোবেসে ফেলেছি। সুতরাং ছেড়ে যাবার প্রশ্ন নেই। বাবান দাও খুবই ভালোবাসেন গসিপ কে।
হ্যাঁ, সে কারণেই বিচিত্রবীর্য ভাইয়ের অভিমান হয়েছে। ও না থাকায় গসিপ ফাঁকা ফাঁকা লাগছে ডেকে আনুন তাকে।
নারী লেখককে উৎসাহিত করছেন বলে মনে লেগেছে বেচারার