17-01-2022, 08:57 AM
(16-01-2022, 05:10 PM)nandanadasnandana Wrote: আরে ধুর, ভালো লাগবে না কেন? এই ওরিয়েন্টেশন টা সবার এক রকম হয় নাকি। কিচ্ছু মনে করিনি। কিন্তু এই যে লেখার টানে কিছু দিন পড়েছিলেন, সেটাই কি আমার কাছে অনেক না?
দুঃখিত , হঠাৎ ভীষণ রাগ হচ্ছিলো আপনার ওপরে .. গল্পের নান্দুকে এতো কষ্ট দেওয়ার জন্য , তাই রেগেমেগে আর কিছু না পেয়ে ওসব লিখেছিলাম ...
একজন লেখকের এটাই সফলতা ... পাঠকদের এতো গভীরভাবে নিমজ্জিত করে নেওয়া যে তারা রেগেও যায় ... ভুলে গিয়ে যে আসলে তো গল্প ... তাই নয় কি ??
আমি নাকি গল্পের শেষ কি হবে আগেই খানিকটা বুঝতে পারি , এখানকার কয়েকজন পুরোনো বিখ্যাত লেখকেরা ( নাম নিলাম না ) এই জিনিসটা স্বীকার করেছে ... অবশ্যই ব্যক্তিগত আলোচনার সময়ে
সেই হিসাবে এখন আপাতত আপনার এই গল্পের ব্যাপারে যা মাথায় আসছে তাতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে , হাত পা সারা শরীর আতঙ্কে হিম হয়ে যাচ্ছে .
প্রার্থনা করছি যেন আমার কল্পনা ভুল প্রমাণিত হয় !!