16-01-2022, 05:37 PM
লজ্জাবস্ত্র
শুরু:
শুরু:
নিস্তব্ধ দুপুর। নিরালা ছাত। পাশাপাশি।
প্যান্টি: "একটা খুব সূক্ষ্ম, দার্শনিক গল্প শুনবি?"
জাঙিয়া: "ছোটো করে বল, শুনছি।"
ছেলে: "মা, বাজারে যাবে তো?"
রেন্ডি: "হ্যাঁ রে, বাবা।"
ছেলে: "চলো তা হলে…"
রেন্ডি: "দাঁড়া, আগে প্যান্টিটা গলিয়ে নিই।"
ছেলে (অধৈর্য হয়ে): "ও মা, কী করছ?"
রেন্ডি: "এই তো বাবা, ব্রায়ের হুকটা লাগাচ্ছি…"
ছেলে (আরও অধৈর্য হয়ে): "আর কতো দেরি হবে তোমার?"
রেন্ডি: "হয়ে গেছে রে… এই তো ব্লাউজ়টা গলিয়ে নিয়েই বেরব।"
ছেলে (বিরক্ত হয়ে): "উফফ্, আবার কী হল?"
রেন্ডি (হেসে): "দাঁড়া, আগে পেটিকোটটা পড়ে নিই…"
ছেলে (চূড়ান্ত বিরক্ত হয়ে): "বাজারের সব লোকই তো তোমায়, টপ-টু-বটম খুল্লামখুল্লা চেনে! তা হলে আর এতো ধরাচুড়ো পড়ে গিয়ে, তুমি কী করবে, শুনি?"
রেন্ডি (লাজুক হেসে): "তা হোক, বাবা, লজ্জাই তো নারীর ভুষণ!"
শেষ:
প্যান্টি: "কী হল রে, তুই এমন চুপসে গেলি কেন?"
জাঙিয়া: "প্রচণ্ড আবেগের তাড়নায়, নতুন করে ভিজে গেছি; তাই…"
১৩.০১.২০২২