15-01-2022, 05:31 PM
(15-01-2022, 05:10 PM)a-man Wrote: তো শুরু হয়ে গেলো আকাশ আর সুচিত্রার নতুন জীবন। অভিনন্দন তাদের। বাস্তবে আকাশ সুচিদের বিবাহ পরিণতি এতটা সুখের না হলেও গল্পে তারা সুখে শান্তিতে থাকুক আর সেটা দেখে পাঠকেরাও আনন্দ পাক।
হানিমুনে গিয়ে আচানক লাবনী নামের মেয়েটার সাথে দেখা হওয়া আকাশ সুচির জন্যে ভালোই, এথেকে তারা আন্দাজ করতে পারছে যে তারা দুজনে আসলে অনেকের চেয়ে কতটা সুখী এই বিয়ের কারণে।
এখন অপেক্ষা সুচির সুসংবাদ শোনানোর আর তাদের শুভ পরিসমাপ্তির।
আমরা আকাশ কেেে জন্মগ্রহণ করতে দেখলাম, এবার সেই আকাশ কি না, বাবা হবে , ভাবা যায়।
PROUD TO BE KAAFIR