15-01-2022, 04:09 PM
অনুসঙ্গ
শুরু:
শুরু:
নির্জন ছাদ। ভরদুপুর। পাশাপাশি।
প্যান্টি: "এই, একটা অনুপ্রেরণামূলক গল্প শুনবি?"
জাঙিয়া: "ছোটো করে বল, শুনছি।"
ছেলে (অভিমানী গলায়): "ও মা, মা, খোঁটাদের বাড়ির চালে জোড়া কুমড়ো ফলেছে, এই অ্যাত্তো বড়ো সাইজের!"
মা: "তো?"
ছেলে: "আর ঘোঁতাদের চালে, জোড়া লাউ হয়েছে, ইয়াব্বড়া!"
মা: "তো?"
ছেলে: "টোকাদের বাগানেও সব গাছের ডালে, পাকা-পাকা পেয়ারা, জোড়ায়-জোয়ায় দুলছে…"
মা: "তো কী হয়েছে?"
ছেলে (অধৈর্য্য হয়ে): "তা হলে আমাদের বাগানে কেন কিছু হচ্ছে না?"
মা (ছেলেকে আদর করে): "কে বলেছে, বাবা, হচ্ছে না?
তোমার দিদির এমন বড়ো-বড়ো দুটো মাই গজিয়েছে, যে, আশপাশের পাড়ার সব মৌমাছি এখন কেবল আমাদের বাড়ির চারপাশেই রাত্রদিন ভনভন করে, উড়ে বেড়াচ্ছে!"
বাবা (হঠাৎ পাশের ঘর থেকে গলা তুলে): "আর তোর মায়ের পাছার হাইব্রিড চালকুমড়োটার কথা ভুলে গেলি!
ওটার জন্য যে, আজও অকাল-চৈত্রের দুপুরগুলোয়, আশপাশের অন্তত দশটা গ্রাম থেকে, বুড়ো ভীমরুলের দল, আমাদের বাড়িতে এসে হানা দেয়!"
শেষ:
প্যান্টি: "কী হল রে, এমন চুপসে গেলি কেন?"
জাঙিয়া: "কাচবার পর, আমাকে বড্ড বেশি নিঙড়ে দিয়েছে রে, তাই…"
১৩.০১.২০২২