15-01-2022, 04:04 PM
(15-01-2022, 03:40 PM)Bichitravirya Wrote: একটু পড়ে বুঝলাম যে আপনি ভুল বুঝছেন। পুরোটা পড়েও সেই একই ব্যাপার। ভুল বুঝছেন।
আমি আপনাকে চিনিনা। আপনার গল্প পড়িনি ( মৈথিলী বাদে). তাহলে অভিমান কোথা থেকে আসবে?
ওই কথা গুলো বলেছি একটা বিশেষ কারনে। আমি এখানে বাঁদরামী করার জন্য বিখ্যাত। তারপর লেখালেখির জন্য। তো এই বাঁদরামী করতে গিয়েই আমার অতি প্রিয় দুই বন্ধু / দাদাকে অপমান করে বসেছি। তাদের নাম হলো ddey333 & baban.
আর তখনই ভাবলাম আমার আর বাঁদরামী করার দরকার নেই কারন যথেষ্ট লেখক চলে এসছে। আপনি, শ্রীরুপা দি, কোড নেম 69 , তুমি যে আমার । তাই দুই দিন চুপ ছিলাম। বেকার প্রিয় ব্যাক্তিদের কথা শোনাচ্ছি।
বাকি যেগুলো বলেছি সেগুলোর পিছনেও সম্পূর্ণ ভিন্ন কারন আছে যার সাথে আপনার কোন ভাবেই সম্পর্ক নেই।
বলুন রেটিং সিস্টেম থাকবে কি না! তামিল হিন্দি ইংরাজি তেলেগুতে কিন্তু রেটিং নেই। তুলে দেওয়া হয়েছে। তাহলে শুধু বাংলা, মালায়ালাম, পাঞ্জাবীতে কেন থাকবে ? মি. ওয়েফার আসলে বলবো তুলে দিতে
❤❤❤
ভাই একদিন রেটিং শো করছিলো না। আমি সরিত কে জানালাম। ও বলল কিছু ব্লাডি ইউসার এর জন্য তুলে দিতে হয়েছে। তবে আমি যদি চাই তাহলে রাখা হবে। আমি বললাম রেটিং থাকলে গল্প লেখায় একটা প্রতিযোগিতা থাকবে। ওটা না থাকলে সবই মিনমিনে হয়ে যাবে।তিনি বললেন রেটিং তুলে দেওয়া হবে না।