15-01-2022, 03:40 PM
(15-01-2022, 03:09 PM)nandanadasnandana Wrote: উত্তর না দিলেও চলত। কিন্তু লিখলাম। এটা সত্যি ই যে আপনার জায়গা নেবার মতন কেউ নেই। কিন্তু আপনার প্রথম ছত্রেই কেমন একটা অভিমানের গন্ধ পেলাম।
একটু পড়ে বুঝলাম যে আপনি ভুল বুঝছেন। পুরোটা পড়েও সেই একই ব্যাপার। ভুল বুঝছেন।
আমি আপনাকে চিনিনা। আপনার গল্প পড়িনি ( মৈথিলী বাদে). তাহলে অভিমান কোথা থেকে আসবে?
ওই কথা গুলো বলেছি একটা বিশেষ কারনে। আমি এখানে বাঁদরামী করার জন্য বিখ্যাত। তারপর লেখালেখির জন্য। তো এই বাঁদরামী করতে গিয়েই আমার অতি প্রিয় দুই বন্ধু / দাদাকে অপমান করে বসেছি। তাদের নাম হলো ddey333 & baban.
আর তখনই ভাবলাম আমার আর বাঁদরামী করার দরকার নেই কারন যথেষ্ট লেখক চলে এসছে। আপনি, শ্রীরুপা দি, কোড নেম 69 , তুমি যে আমার । তাই দুই দিন চুপ ছিলাম। বেকার প্রিয় ব্যাক্তিদের কথা শোনাচ্ছি।
বাকি যেগুলো বলেছি সেগুলোর পিছনেও সম্পূর্ণ ভিন্ন কারন আছে যার সাথে আপনার কোন ভাবেই সম্পর্ক নেই।
বলুন রেটিং সিস্টেম থাকবে কি না! তামিল হিন্দি ইংরাজি তেলেগুতে কিন্তু রেটিং নেই। তুলে দেওয়া হয়েছে। তাহলে শুধু বাংলা, মালায়ালাম, পাঞ্জাবীতে কেন থাকবে ? মি. ওয়েফার আসলে বলবো তুলে দিতে
❤❤❤