Thread Rating:
  • 212 Vote(s) - 3.63 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
দৃষ্টি আকর্ষণ করছি -
#99
(15-01-2022, 10:24 AM)Bichitravirya Wrote: দুই দিন চুপ ছিলাম। ভেবেছিলাম অনেক বড় বড় লেখক/লেখিকা চলে এসছে, আমার আর দরকার নেই। দুই দিন চুপ থেকে বুঝলাম অনেক কিছু। আমি বড়ো লেখক নই। ঠিক ভাবে লিখতেও পারি না। কিন্তু এটাও ঠিক যে আমার আর মি. ফান্টুর জায়গা কেউ নিতে পারবে না।

1) প্রথম যেটা বললেন সেটাতে মতভেদ আছে। আমার আর বুম্বাদার তো বটেই। আরও থাকতে পারে তবে সেটা আমার জানা নেই। আমি কিংবা বুম্বাদা গল্পের শেষ ভেবেই গল্প শুরু করি। মাঝখানে পাঠকের চাহিদা মতো কিছু পরিবর্তন করি এবং কিছু নতুন জিনিস আনি। এই নিয়ে তিন চার মাস আগে একটা আলোচনা হয়েছিল।

2) সাহিত্যের সংজ্ঞা কি? আমি এটাকে সাহিত্যের একটা শাখা ভাবতাম। ভাবতাম এটা এমন একটা সাহিত্য যা লোকে লুকিয়ে পড়ে এবং রাতের বেলা পড়ে। এবার আপনি যদি এটাকে সাহিত্য হিসাবে মানতে নারাজ তাহলে এই মুহূর্তে আমাকে এই ফোরাম থেকে কেটে পড়তে হয়।
আপনি গল্পের prefix নিয়ে যেটা বললেন সেটা ট্যাকনিক্যাল পরিবর্তন। গল্পের প্রেফিক্স ঠিক করার অধিকার থ্রেডের মালিকের হাতে আছে। এখন যদি সেটা ভোট দিয়ে করা হয় তাহলে ব্যাপারটা একনায়কতন্ত্র থেকে গনতন্ত্র হয়ে যাবে। প্রত্যেক থ্রেডের উপর প্রেফিক্স গুলো থাকবে। পাঠক গল্প পড়ার পর যেকোন একটাতে ভোট দেবে। এবং সর্বাধিক ভোট সম্পন্ন প্রেফিক্স থ্রেডের নামের পাশে চলে আসবে।

3) আমি তো রেটিং ব্যাবস্থাটাই তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু এর জন্য চাই কিছু জনমত। সেটা আমি পাইনি। রেটিং দেওয়া ব্যাপারটা পুরোপুরি পাঠকের হাতে। তাই গন্ডগোল হতে পারে। রেটিং সিস্টেমে আমার বিশ্বাস নেই।

4) মিনিমাম এর লিমিট ঠিক করলে সেখানেও ট্যাকনিক্যাল পরিবর্তন করতে হবে। দুটো ট্যাগ রাখতে হবে। একটা কমেন্ট ট্যাগ যেখানে মিনিমাম লিমিট থাকবে না। আর একটা গল্পের আপডেট ট্যাগ যেখানে মিনিমাম লিমিট থাকবে।

5) 100% সহমত ।

তবে এইসব পরিবর্তন আমার আপনার কথাতে হবে না। হবে বিপুলসংখ্যক মেম্বারদের বলাতে। কিন্তু সেটা হবে না। তাই এই আলোচনার ফলাফল 0 ( শূন্য  ) 

❤❤❤

উত্তর না দিলেও চলত। কিন্তু লিখলাম। এটা সত্যি যে আপনার জায়গা নেবার মতন কেউ নেই। কিন্তু আপনার প্রথম ছত্রেই কেমন একটা অভিমানের গন্ধ পেলাম। তাই লিখলাম। আমি সে অর্থে কোন লেখক নই। আর আমরা তো নভীশ মাত্র। কাজেই আমার মতন হাজারো এলে গেলেও আপনার জায়গা টলমল করবে এমন ধারনা আসার কোন দরকার ছিল না। আমরা শিখেছি আপনাদের মতন লেখক দের কাছ থেকে।
 
১। আমি, আপনার বা বেশ কিছু এখানে ভাল লেখক আছেন, যাদের কথা বলিনি। আমি কিন্তু আমার নিজের উদাহরন টেনেছিলাম। আপনি নিজেও এটা অস্বীকার করতে পারবেন না যে এমন অনেক লেখাই থাকে, যে গুলো শেষ হয় না। বা অনেক দিন বাদে বাদে আপডেট। বা আপডেট এলেও খুব কম। সেই সবের কথা বলেছি। কেন যে নিজেকে টেনে নিলেন এর মধ্যে বুঝলাম না। ভুল থেকে শিক্ষা নেওয়া তো খারাপ কিছু না।
 
২। সংজ্ঞা টা আপনিও দেন নি। সমস্যা হল সাহিত্যের এতো তিগড়ম ভাগ আর দিক আছে, যে সংজ্ঞাই আপনি দেবেন তাতে ফাঁক ফোকর থাকবে। আর সেই সব জুড়ে সংজ্ঞা বানাতে গেলে, সেটা প্রবন্ধ রূপ ধারন করবে। সেটাই স্বাভাবিক। সংজ্ঞা অনুযায়ী, খবরের কাগজ কেও সাহিত্য বলতে হবে। কিন্তু সেখানেও এখন বেশ মুন্সীয়ানা তেই কলাম ভরানো হয় যাতে পাঠক সংখ্যা বাড়ে। তাই আপনাদের মতন, লেখক দের দেখেই,তাদের লেখা পড়েই, একটা চটি কে শেপ দেবার প্রচেস্টা করার চেস্টা মন্দ কী। কিছু দিন বাদে এই ব্যাপার টা কে শুধু চটি  না বলে, চটি সাহিত্য বলা হলে আপনার মতই আমিও খুব খুশী হব, এতে কোন সন্দেহ নেই।    
 
আর হ্যাঁ প্রিফিক্স নিয়ে যেটা বললেন, সেটা হবার কথাই বলেছিলাম। হলে ভাল হত বলে বিশ্বাস।     
 
৩।  এটা নিয়ে আর কিছু বলার নেই
৪। হ্যাঁ গল্পের আপডেটের জন্য একটা ট্যাব আলাদা করে । আর এটা আমি এডমিন দের ই বলেছি।
 
 
এই সব আলোচনার ফলাফল শূন্য হলে, এই সব  ডিসকাশন  থ্রেড না করলেও চলত।
 
যাই হোক ক্ষমা করে দেবেন। যদি কোন ভাবে আপনি বিব্রত বা মনে কস্ট পেয়ে থাকেন। কোন ভাবেই আমার সে উদ্দেশ্য ছিল না। 
Like Reply


Messages In This Thread
RE: দৃষ্টি আকর্ষণ করছি - - by nandanadasnandana - 15-01-2022, 03:09 PM



Users browsing this thread: 3 Guest(s)