15-01-2022, 12:48 PM
(15-01-2022, 12:40 PM)Baban Wrote: খুব ভালো একটা পর্ব। অনেকদিন পরে অনেকটা হাসি আর অল্প কান্না দেখলাম। দুস্টু মিষ্টি প্রেম সাথে সুখী ভবিষ্যত.... শেষে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত..... সব মিলে বেশ গোছানো পর্ব। ❤
তবে আরও যে দুটো শেষ পর্ব ভেবে রেখেছো সেগুলো যদি আকারে ছোট ছোট ভেবে থাকো তাহলে দুটো মিলিয়ে একটাই গ্রান্ড ফিনালে পর্ব দিতে পারো। আর সেগুলো এক একটা যদি অতটাও ছোট না হয় তাহলে দুটো ঠিকাছে।
শেষে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বলতে আপনি কি ওই সিদ্ধার্থের কপালের ঘামের কথা বলছেন
গ্রান্ড ফিনালে আপডেট করা যেতে পারে। বরং ওই দুটো আপডেট মেশালে সত্যি গ্রান্ড ফিনালে আপডেট তৈরি হবে। তবে ওটা লেখার জন্য একটু সময় চাই। দেখি করা যায় কি না... করতে পারলে ভালোই হয়
আর আপনি ওই brain in drain এর ব্যাপারটা বললেন না কিন্তু
❤❤❤