15-01-2022, 12:15 PM
(14-01-2022, 09:26 PM)Baban Wrote:ম্যাজিসিয়ান আপনি.......একদমই তাই। মঞ্চে উঠে এসে যা সব জাদু দেখাচ্ছেন দর্শকরা শুধু হা করে দেখে চলেছে সেসব। বিশ্বাস অবিশ্বাস,ঠিক ভুল, উচিত অনুচিত, ঘৃণা প্রেম, যুদ্ধ শান্তি, হাসি কান্না সব যেন এক একটা পায়রা হয়ে টুপি থেকে বেড়িয়ে উড়ে বেড়াচ্ছে মাথার চারিদিকে। হাততালি দিচ্ছে দর্শক কিন্তু আরও অবাক হতে চায় তারা। ম্যাজিসিয়ান নিজের সেরা জাদু দেখাতে শুরু করেছেন এবারে। গিলিগিলি ছু.... সেরা জাদু শুরু ❤❤
সেই গানটা মনে পড়ে যাচ্ছে -
এতো ভালোবাসা দিয়েছ তবু যেআরো পেতে মন হাত বাড়ায়যত দিন যায় তত বারই আশাচাওয়া যে আমার সীমা ছাড়ায়
ওয়াও। অনেক ধন্যবাদ