15-01-2022, 10:44 AM
(15-01-2022, 10:24 AM)Bichitravirya Wrote: দুই দিন চুপ ছিলাম। ভেবেছিলাম অনেক বড় বড় লেখক/লেখিকা চলে এসছে, আমার আর দরকার নেই। দুই দিন চুপ থেকে বুঝলাম অনেক কিছু। আমি বড়ো লেখক নই। ঠিক ভাবে লিখতেও পারি না। কিন্তু এটাও ঠিক যে আমার আর মি. ফান্টুর জায়গা কেউ নিতে পারবে না।
1) প্রথম যেটা বললেন সেটাতে মতভেদ আছে। আমার আর বুম্বাদার তো বটেই। আরও থাকতে পারে তবে সেটা আমার জানা নেই। আমি কিংবা বুম্বাদা গল্পের শেষ ভেবেই গল্প শুরু করি। মাঝখানে পাঠকের চাহিদা মতো কিছু পরিবর্তন করি এবং কিছু নতুন জিনিস আনি। এই নিয়ে তিন চার মাস আগে একটা আলোচনা হয়েছিল।
2) সাহিত্যের সংজ্ঞা কি? আমি এটাকে সাহিত্যের একটা শাখা ভাবতাম। ভাবতাম এটা এমন একটা সাহিত্য যা লোকে লুকিয়ে পড়ে এবং রাতের বেলা পড়ে। এবার আপনি যদি এটাকে সাহিত্য হিসাবে মানতে নারাজ তাহলে এই মুহূর্তে আমাকে এই ফোরাম থেকে কেটে পড়তে হয়।
আপনি গল্পের prefix নিয়ে যেটা বললেন সেটা ট্যাকনিক্যাল পরিবর্তন। গল্পের প্রেফিক্স ঠিক করার অধিকার থ্রেডের মালিকের হাতে আছে। এখন যদি সেটা ভোট দিয়ে করা হয় তাহলে ব্যাপারটা একনায়কতন্ত্র থেকে গনতন্ত্র হয়ে যাবে। প্রত্যেক থ্রেডের উপর প্রেফিক্স গুলো থাকবে। পাঠক গল্প পড়ার পর যেকোন একটাতে ভোট দেবে। এবং সর্বাধিক ভোট সম্পন্ন প্রেফিক্স থ্রেডের নামের পাশে চলে আসবে।
3) আমি তো রেটিং ব্যাবস্থাটাই তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু এর জন্য চাই কিছু জনমত। সেটা আমি পাইনি। রেটিং দেওয়া ব্যাপারটা পুরোপুরি পাঠকের হাতে। তাই গন্ডগোল হতে পারে। রেটিং সিস্টেমে আমার বিশ্বাস নেই।
4) মিনিমাম এর লিমিট ঠিক করলে সেখানেও ট্যাকনিক্যাল পরিবর্তন করতে হবে। দুটো ট্যাগ রাখতে হবে। একটা কমেন্ট ট্যাগ যেখানে মিনিমাম লিমিট থাকবে না। আর একটা গল্পের আপডেট ট্যাগ যেখানে মিনিমাম লিমিট থাকবে।
5) 100% সহমত ।
তবে এইসব পরিবর্তন আমার আপনার কথাতে হবে না। হবে বিপুলসংখ্যক মেম্বারদের বলাতে। কিন্তু সেটা হবে না। তাই এই আলোচনার ফলাফল 0 ( শূন্য )
❤❤❤
তুমি একজন বড় লেখকই ভাই।
দ্বিতীয়ত, অন্যান্য সাহিত্যের মতো যৌন সাহিত্যও একটা সাহিত্য। সে বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকা উচিৎ নয়।