13-01-2022, 09:31 PM
(13-01-2022, 03:27 PM)a-man Wrote: শুভ লগ্নে তো শুভ পরিণয় হয়েই গেলো কিন্তু অশুভ ছায়া তো সূচি আর আকাশের উপরে এখনো আছে যা কিনা তাদের উপর থেকে সরানোর জন্যে লৌহ পুরুষের মত আকাশ কে দাঁড়াতে হবে, মানে নিশ্চই বুঝতে পারছেন ঐযে সুচির উপরে যে শালা হারামখোর এসিড ছুঁড়েছিলো সে। তার সাথে তো একটা শক্ত বুঝাপড়া হবে আকাশের কারণ এখন আকাশের ভূমিকা গল্পে কিছুটা বেশি থাকতে হবে, সুচির তো সুখবর শোনাতে বেশি দেরি নেই যা বুঝা গেলো তাদের শুভ পরিণয়ের রাতে। তাই সূচি কে তো এখন অনেক কেয়ারে রাখতে হবে আকাশের।
আপনি আপনার আলসেমিটা কাজে লাগান, ভালোভাবে চিন্তা ভাবনা করুন পরবর্তী আপডেটের, যেখানে আকাশ তার চোখের তারাকে নিয়ে মধুচন্দ্রিমায় কোথায় গেলো সেটা বলবেন কেমন উপভোগ করলো সময়টা দুজনে সেটা বলবেন।
সব বুঝলাম। এবার আপনি এটা বুঝুন যে আকাশের বয়স 23 । ওসব লৌহ পুরুষ হতে গেলে এখনও দশ পনের বছর ওকে বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
আর বিয়ের দিনেই ওরা একে অপরকে পেয়েছে ঠিক কথা। কিন্তু তাই বলে সন্তান হয়ে যাবে !!!
আপডেট প্রায় লেখা শেষ। দেখি কবে দিতে পারি
❤❤❤