13-01-2022, 08:10 PM
(13-01-2022, 07:05 PM)nandanadasnandana Wrote: না না এটা এক চোখামী কিন্তু। ছেলে মেয়ে দু পক্ষই মার খায়। নানান ভাবে। নারী হলেও আমি নারী বাদী নই। কিন্তু মার খাবার কি একটাই চেহারা? কত লক্ষ চেহারার মধ্যে একটা হলো ফিজিক্যাল আসল্ট। কিন্তু সেটা ছাড়াও অনেক রকমের মার খাওয়া আছে। আমার সব থেকে অপছন্দ হলো, কথার চাবুক। মন কে ঘা করে দেয়। তার থেকে দু ঘা দিক বাপু আমাকে
কিছুটা মানলাম , আবার কিছুটা মানতে পারলাম না ..
এই নিয়ে পরে একটা তর্ক - বিতর্ক হবে আপনার সাথে
এখন ভালোয় ভালোয় এই গল্পটা আগে শেষ হোক তারপরে ...