13-01-2022, 03:27 PM
(12-01-2022, 11:40 PM)Bichitravirya Wrote:ষষ্ঠ পর্ব শেষ হওয়ার পর একটু অলস গেছি। ভেবেছিলাম শুভ পরিনতি তো হয়ে গেল আর কে আপডেট চাইবে! তাই অল্প অল্প করে লিখছিলাম। এখন দেখছি আপনি আপডেট চাইছেন। দুই তিনের মধ্যে দিয়ে দেব। মানে শনিবার হতে পারে কিন্তু রবিবার হবে না। যারা আপডেটের জন্য অপেক্ষা করছেন তাদের কাছ থেকে আমার আলসেমির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি❤❤❤
শুভ লগ্নে তো শুভ পরিণয় হয়েই গেলো কিন্তু অশুভ ছায়া তো সূচি আর আকাশের উপরে এখনো আছে যা কিনা তাদের উপর থেকে সরানোর জন্যে লৌহ পুরুষের মত আকাশ কে দাঁড়াতে হবে, মানে নিশ্চই বুঝতে পারছেন ঐযে সুচির উপরে যে শালা হারামখোর এসিড ছুঁড়েছিলো সে। তার সাথে তো একটা শক্ত বুঝাপড়া হবে আকাশের কারণ এখন আকাশের ভূমিকা গল্পে কিছুটা বেশি থাকতে হবে, সুচির তো সুখবর শোনাতে বেশি দেরি নেই যা বুঝা গেলো তাদের শুভ পরিণয়ের রাতে। তাই সূচি কে তো এখন অনেক কেয়ারে রাখতে হবে আকাশের।
আপনি আপনার আলসেমিটা কাজে লাগান, ভালোভাবে চিন্তা ভাবনা করুন পরবর্তী আপডেটের, যেখানে আকাশ তার চোখের তারাকে নিয়ে মধুচন্দ্রিমায় কোথায় গেলো সেটা বলবেন কেমন উপভোগ করলো সময়টা দুজনে সেটা বলবেন।