13-01-2022, 02:50 PM
হতভাগ্য ব্যাঙ
- বুম্বা -
হঠাৎ করে উঠলো দুলে
ছোট্ট ডাল খানা,
গাছের মাথায় লাউডগা সাপ
নাড়ছে না কেউ ডানা।
ভয় পেয়ে তায় কিচিরমিচির
গোল বাঁধালো একটা তিতির..
বিড়াল ছানা গোঁফ ফুলিয়ে
ল্যাজ উঁচিয়ে,
যেই না দিলো লাফ -
ধপাস করে পড়লো গায়ে
লিকলিকে সেই
সবুজ রঙের সাপ।
এক লাফেতে বিড়াল ছানা
উধাও সেখান থেকে,
তিতিরগুলো আরো জোরে
মরছে ডেকে ডেকে।
নিজের মনেই থপথপিয়ে
যাচ্ছিলো এক ব্যাঙ ..
ইচ্ছেমতো উঠলো ডেকে
গ্যাঙর গ্যাঙর গ্যাঙ।
থমকে গিয়ে সাপ বাবাজি
জিভ'টা দেখায় দু'বার,
খপাৎ করে ব্যাঙটা ধরেই
করলো মুখে সাবার।
তারস্বরে চেঁচিয়ে ডাকে
হতভাগ্য ব্যাঙ,
সাপের মুখে যাচ্ছে দেখা
তার ছটফটানি ঠ্যাং।।
||সমাপ্ত||