12-01-2022, 10:18 PM
(12-01-2022, 09:50 PM)nandanadasnandana Wrote: শেষ পর্ব লিখতে গিয়ে নিজেই কেঁদে ভাসালাম খানিক।
অনেকদিন..... অনেকদিন পরে একটা গল্প পেলাম যেটা..... না থাক.. এই অনুভূতি ব্যাখ্যাহীন..... শুধুই একটা ব্যাথা যেন। সুখের দুঃখের মিশ্রণ, সম্পর্কের মিশ্রণ.... অতীত বর্তমানের অসাধারণ মিশ্রণ....... অনেকেই হয়তো আজ-কাল(অতীত) মুহূর্তের জন্য গুলিয়ে ফেলবে কিন্তু আমি বা আমার মতো অনেকেই চোখের সামনে যেন একটা ছায়াছবি দেখছি..... কখনো আজকের গুন্ডাগুন্ডির মায়ের, আবার কখনো সেই কষ্টকে বন্ধু ভেবে বড়ো হওয়া মেয়েটার। আজকের এই পর্ব.... না থাক..... বলার ভাষা নেই। ব্যাখ্যাহীন......