12-01-2022, 02:10 PM
(12-01-2022, 12:48 PM)Avishek Wrote: লোভে পাপ আপনার লেখা শেষ বড়ো গল্প | অসাধারণ রেসপন্স পেয়েছিলো সেটি | কিন্তু এই গল্পটাতে আপনি আলাদাই উত্তেজক মুহুর্ত সৃষ্টি করেছিলেন | বিশেষ করে এর হিন্দি ভার্সনটা ভয়ানক উত্তেজক আর ততটাই বীভৎস ছিল | বাংলাটাও কিছু কম নয় | কিছু এমন মুহুর্ত ফুটিয়ে তুলেছিলেন যেগুলো আলাদাই লেভেলের উত্তেজক ছিল !
আপনি মনেহয় আমার পুরোনো এই লেখাটা আবার পড়ছিলেন। এতদিন পরে পুরোনো গল্পে মতামত পেয়ে সত্যিই ভালো লাগলো। ধন্যবাদ ❤
যার যার নিজস্ব পছন্দ এবং সেটাকে আমি অবশ্যই সম্মান করি। সব গল্পই (আমার লেখা যেগুলি ) আমার কাছে আপন তা ইরোটিক, নন- ইরোটিক যাই হোক। হ্যা এই গল্পে ডার্ক থিমটা তুলে ধরেছিলাম। তবে আমার কাছে আমার লেখা উপভোগ গল্পটা একবারে অন্যরকম লাগে। যেন প্রপার ইরোটিক থ্রিলার/ হরর একটা গল্প।