12-01-2022, 12:21 PM
লেখিকাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি জানতাম না যে "তৃপির তৃপ্তি" গল্পটা আপনার লেখা। সেই পুরোনো গোসিপে পড়েছিলাম। মনে অনেকে খানি দাগ রেখেছিলো আপনার ওই অমর সৃষ্টি! যদিও ওই গল্পের পরে অনেক গুলি ভার্সন তৈরী হয় পরে। তবে অরিজিনালটাই সেরা ছিলো। আমার তরফ থেকে আপনার প্রতি অগাধ শ্রদ্ধা এবং প্রণাম।