11-01-2022, 10:53 PM
(11-01-2022, 10:43 PM)Baban Wrote:প্রথম দেখা- baban
দেখা হয়েছিল তোমাতে আমাতে
স্পর্শ আজও পারিনি ভুলতেপ্রথম দেখার অনুভূতির হৃৎস্পন্দনপারিনি একটাও গুনতেহটাৎ দেখার পরেই তোমায়হারিয়েছিলাম সেদিনকিন্তু তোমার ওই মুখ খানাছিল ভোলা বড্ড কঠিনহাতের জাদুতে স্মৃতির জোরেএঁকেছিলাম তোমায় সাদা পৃষ্ঠায়কে জানতো সেই খাতাটিপড়বে তোমার হাতেই শেষটায়
আপনার এই গল্পটা পড়া হয়নি। এখন কবিতাটা পড়ে গল্পের কিছুটা সারাংশ বুঝতে পারলাম। এই গল্পটা দিয়েই আপনার বাকি গল্প গুলো পড়া শুরু করবো।
❤❤❤