11-01-2022, 09:44 PM
(11-01-2022, 09:33 PM)Bichitravirya Wrote: এই নিয়ে কতবার এই কথাটা বললেন সেটা ভুলে গেছি। আর ভালো লাগছে না। সত্যি আর ভালো লাগছে না। তার চেয়ে বরং চলেই যান। একটু কষ্ট হবে। তবে সেটা সময়ের সাথে সয়ে যাবে।
কষ্ট! কিসের কষ্ট? ওই যে এতদিন কথা বললাম, আড্ডা দিলাম, হাসি ঠাট্টা করলাম। এইসব ভুলে শুধু কোন পিনুরাম , না কি যেন নাম লেখকটার , ওই লেখকের জন্য চলে যেতে চাইছেন। যান , চলে যান। আমরা তো কেউ নই আপনার কাছে। আমাদের সাথে এত হাসি ঠাট্টাও কিছু নয় আপনার কাছে। ঠিক যেমন বাবান দা কে ভাইটু বলে সম্বোধন করাটা পিনুরাম নামক লেখকের কাছে কিছু ছিল না। বাবান দা কে মিথ্যা ভাইটু বলে ডেকে লোকটা চলে গেল। আপনিও যান। অন্তত এই বারবার চলে যাবো , ভালো লাগছে না , এইসব তো শুনতে হবে না।
তিনটে লাভ স্টিকার দিলাম না আর।
চলে যাবো বলিনি BC !!
বলেছি যে শুধু পড়তে আসবো , গত দেড় বছর ধরে এই যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় অন্য জায়গায় থেকে গল্প খুঁজে বেড়ানো আর এখানে দেওয়া সেটা আর সম্ভব হবে না ...
এবারও যদি মাথায় না ঢোকে তাহলে আরো বিশেষ কিছু শক্তিশালী বিশেষণের প্রয়োগ করতে হবে আমাকে ...