11-01-2022, 04:08 PM
মাছ শিকার - বাবান
নন্টু গেলো মাছ ধরতে
পোড়ো বাড়ির পুকুরে
সাহস করে একাই গেলো
মাছ আনতে দুপুরে
কিচির মিচির পাখির আওয়াজেতে
ভোরে চারিদিক
নন্টু বসলো পুকুর ধারে
ধরবে রুই কাতলা ঠিক
এইভাবে সে মন দিলো
মাছ ধরার দিকে
ঐদিকেতে কেউ যেন দেখছে তাকে
পোড়ো বাড়ি থেকে
একটা তোলে, দুটো তোলে
নন্টু তুলছে কত মাছ
আনন্দেতে নন্টু বাবুর
ইচ্ছে করে করতে নাচ
ঐদিকেতে আরেকজনা বেরিয়ে এলো
বাড়ি হতে বেরিয়ে
নন্টু বাবুর পেছনে এলো
ঝোপ জঙ্গল পেরিয়ে
বালতিতে ওতো মাছ দেখে যে
জিভে জল আসছে তেনার
ঐদিকেতে নন্টু ব্যাস্ত
নেই কিছুই তার আর জানার
কচর মচড় কিসের আওয়াজ
আসছে পেছন থেকে?
ধুর ধুর হবে কিছু সে
লাভ নেই তা দেখে
এইতো আরেকটা রুই তুলেছে
রাখি এবার বালতিতে
এই ভেবে সে রাখতে গিয়েই
চমকালো আজব কান্ডতিতে
মাছ কই তার? গেলো কোথায়?
তুললো যে কষ্ট করে?
এতো চেষ্টা এতো সময়
দিয়ে বালতি খানি ভোরে
কোন হতচ্ছাড়ার কান্ড এটি
আয় সামনে একবার
দেখাবো তখন কিক বক্সিং
দেবো কেলানি জোরদার
কচর মচড় আওয়াজ শেষে
হাসছে কেরে ব্যাটা?
একবার পাই সামনে তোকে
মারবো দিয়ে ঝাঁটা
তাই নাকিরে? মারবি আমায়
এতো সাহস তোর?
একবার তোর পেছনে তাকা
দেখি বুকে কত তোর জোর
তবেরে ব্যাটা? আমায় হুমকি
দিচ্ছিস মাছগুলোকে খেয়ে
একমারেতে হবি কুপোকাত
তাকাবিনা আর চোখে চেয়ে
এইটি বলে নন্টু বাবু
যেইনা পেছন ফিরলো
সামনে দাঁড়ানো মূর্তি দেখে
মুন্ডু খানা ঘুরলো
একিরে বাবা এটা কি জিনিস
চিবচ্ছে তার মাছ
লম্বা লম্বা পা ফেলে সে
দাঁড়িয়ে যেন তাল গাছ
উরিবাবারে গেলাম গেলাম
রব তুলে যে নন্টু বাবু
নিজেই হয়ে দারুন কাবু
দিলো একখান লাফ
আর তুলবোনা মাছ গো আমি
এবারে কোরো মাফ
দেদার দৌড়ে পালিয়ে গেলো
সাহসী নন্টু সর্দার
মাছ চিবিয়ে তিনি ভাবেন
জব্দ ব্যাটা জোরদার
#baban