11-01-2022, 11:51 AM
(11-01-2022, 11:33 AM)Sanjay Sen Wrote: তুমি যেভাবে জীবন কাটিয়েছো, ওটাই real life ওই বয়সের জন্য brother, সেই জন্যেই তুমি মানুষের মত মানুষ হয়েছো। তবে এখন সময় বদলেছে, এখন সবাই কূপমন্ডুক শ্রেণীর হয়ে গেছে। মাঠে ফুটবল ক্রিকেট খেলার থেকে ঘরে বসে মোবাইলে গেম খেলাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
তবে আমি এখনকার ছেলেমেয়েদের একদমই দোষ দিই না। মাঠ কোথায়, যে খেলবে? বেশিরভাগই তো প্রোমোটারদের দখলে। সর্বোপরি সন্তানদের spoil করার পেছনে তাদের বাবা-মাদের ভূমিকা অপরিসীম।
তবে এতকিছুর মধ্যেও বিচিত্রবীর্যের মত কয়েকজন উঠে আসছে, যারা নিশ্চিত ভাবে সারাদিন মোবাইলে গেম না খেলে (তাহলে লেখার সময় পেত না) উপন্যাস লিখছে।
উফফফফ, কি দিলে গুরু .. একটু পায়ের ধুলো দিও।