11-01-2022, 11:33 AM
(This post was last modified: 11-01-2022, 11:35 AM by Sanjay Sen. Edited 3 times in total. Edited 3 times in total.)
(11-01-2022, 10:20 AM)Bumba_1 Wrote: এগুলোর মধ্যে কোনোটাই না .. তবে এই বয়সে তুমি যেরকম mature .. আমি সেইরকমটা মোটেও ছিলাম না। তোমার বয়সে আমি ইউনিভার্সিটিতে পরতাম ঠিকই। কিন্তু পড়াশোনাতে মেধাবী হলেও সেই অর্থে বাস্তব বুদ্ধিশুদ্ধি মাথায় বিশেষ ছিল না। "গেছো" প্রকৃতির ছেলে ছিলাম। লেখালিখি, প্রেম-টেম তো দূরঅস্ত বেশিরভাগ সময় আমাকে ক্যাম্পাসের বাগানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বাতাবিলেবু গাছ .. এই সমস্ত জায়গায় ফল চুরি করতে দেখা যেতো।
এছাড়া অদ্ভুত রকমের মাতৃভক্ত ছিলাম। মা হয়তো ক্যাম্পাসে কোনো অফিসারের বাড়িতে বেড়াতে গেলো, সেখানে একটা expensive & unique showpiece দেখে খুব পছন্দ হলো, ফিরে এসে বাবাকে বললো ঐরকম একটা আমার চাই। কিন্তু সেই সময় অত টাকা দিয়ে ঐরকম একটা দামী জিনিস দেওয়ার ক্ষমতা হয়তো বাবার ছিলো না। তাই একথা সেকথা বলে পাশ কাটিয়ে যেতো। কিন্তু আমি এতটাই মাথামোটা ছিলাম, মায়ের মন খারাপ দেখতে না পেরে আমি পত্রপাঠ কোনো দরকারের অছিলায় ওই ব্যক্তির বাড়ি গিয়ে যে কোনো উপায় showpiece টা চুরি করে এনেছি। এইরকম ঘটনা জীবনে দু'বার ঘটিয়েছিলাম। পরে বাবার কাছে পেটানি খেয়ে জিনিসগুলো ফিরিয়ে দিয়ে আসতে হতো আমাকে। একবার তো যথাস্থানে রাখতে গিয়ে ধরা পড়ে বাবার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম।
সেই তুলনায় তুমি অনেক বেশি mature .. ওই বয়সে আমি এইরকম হতে পারলে কিছুটা হলেও অন্য রকম লাগতো।
তুমি যেভাবে জীবন কাটিয়েছো, ওটাই real life ওই বয়সের জন্য brother, সেই জন্যেই তুমি মানুষের মত মানুষ হয়েছো। তবে এখন সময় বদলেছে, এখন সবাই কূপমন্ডুক শ্রেণীর হয়ে গেছে। মাঠে ফুটবল ক্রিকেট খেলার থেকে ঘরে বসে মোবাইলে গেম খেলাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
তবে আমি এখনকার ছেলেমেয়েদের একদমই দোষ দিই না। মাঠ কোথায়, যে খেলবে? বেশিরভাগই তো প্রোমোটারদের দখলে। সর্বোপরি সন্তানদের spoil করার পেছনে তাদের বাবা-মাদের ভূমিকা অপরিসীম।
তবে এতকিছুর মধ্যেও বিচিত্রবীর্যের মত কয়েকজন উঠে আসছে, যারা নিশ্চিত ভাবে সারাদিন মোবাইলে গেম না খেলে (তাহলে লেখার সময় পেত না) উপন্যাস লিখছে।