11-01-2022, 10:20 AM
(This post was last modified: 11-01-2022, 10:21 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-01-2022, 09:43 PM)Bichitravirya Wrote: আমি একটা কাকওল্ড গল্প লিখতে গিয়ে সেখানে থ্রিলার & রোমান্স ঢুকিয়ে দিয়েছি। একজনের অনুরোধে থ্রিলার লিখেছিলাম, সেই একজনই পড়েনি সেটা। আর একটা রোমান্টিক গল্প লিখতে গিয়ে সেখানে পরিবার, সমাজ, রাজনীতি ঢুকিয়ে দিয়েছি। আর এঁচোড়ে পেকে যাওয়ার জন্য বয়স ভুলে ছোট বড়ো সবার সাথে ইয়ার্কি করি।
এর মধ্যে কোনটা আপনি পারলে খুশি হতেন ???
❤❤❤
এগুলোর মধ্যে কোনোটাই না .. তবে এই বয়সে তুমি যেরকম mature .. আমি সেইরকমটা মোটেও ছিলাম না। তোমার বয়সে আমি ইউনিভার্সিটিতে পরতাম ঠিকই। কিন্তু পড়াশোনাতে মেধাবী হলেও সেই অর্থে বাস্তব বুদ্ধিশুদ্ধি মাথায় বিশেষ ছিল না। "গেছো" প্রকৃতির ছেলে ছিলাম। লেখালিখি, প্রেম-টেম তো দূরঅস্ত বেশিরভাগ সময় আমাকে ক্যাম্পাসের বাগানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বাতাবিলেবু গাছ .. এই সমস্ত জায়গায় ফল চুরি করতে দেখা যেতো।
এছাড়া অদ্ভুত রকমের মাতৃভক্ত ছিলাম। মা হয়তো ক্যাম্পাসে কোনো অফিসারের বাড়িতে বেড়াতে গেলো, সেখানে একটা expensive & unique showpiece দেখে খুব পছন্দ হলো, ফিরে এসে বাবাকে বললো ঐরকম একটা আমার চাই। কিন্তু সেই সময় অত টাকা দিয়ে ঐরকম একটা দামী জিনিস দেওয়ার ক্ষমতা হয়তো বাবার ছিলো না। তাই একথা সেকথা বলে পাশ কাটিয়ে যেতো। কিন্তু আমি এতটাই মাথামোটা ছিলাম, মায়ের মন খারাপ দেখতে না পেরে আমি পত্রপাঠ কোনো দরকারের অছিলায় ওই ব্যক্তির বাড়ি গিয়ে যে কোনো উপায় showpiece টা চুরি করে এনেছি। এইরকম ঘটনা জীবনে দু'বার ঘটিয়েছিলাম। পরে বাবার কাছে পেটানি খেয়ে জিনিসগুলো ফিরিয়ে দিয়ে আসতে হতো আমাকে। একবার তো যথাস্থানে রাখতে গিয়ে ধরা পড়ে বাবার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম।
সেই তুলনায় তুমি অনেক বেশি mature .. ওই বয়সে আমি এইরকম হতে পারলে কিছুটা হলেও অন্য রকম লাগতো।