11-01-2022, 01:06 AM
(11-01-2022, 12:26 AM)Baban Wrote:গল্পটা নজরে আসলেও পড়া হয়ে উঠছিলোবা.... এখন একেবারে পুরোটা পড়লাম। আবারো অসাধারণ একটা সৃষ্টি আপনার❤
আপনার লেখা রূপান্তরিতা আমার কাছে আলাদাই মানের লাগে। বৃন্তা আর নীলাঞ্জন এর আর বিশেষ করে দৃষ্টি আর বৃন্তার সম্পর্ক উফফফফ আজও মনে আছে। বিশ্বাস ও ভালোবাসার শক্ত দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছিলেন আপনি। সেটা এই গল্পেও দেখতে পাচ্ছি।
আপনার মন আর রূপান্তরিতা গল্পের মধ্যে দুটো ব্যাপার আমি লক্ষ করেছি।
১)নারী ও পুরুষের মধ্যেকার অনুভূতি বা নারীর মধ্যেকার পুরুষ আর পুরুষের ভিতরের নারী আপনি অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন। সেটা মৈথিলীর ক্ষেত্রেও।
২) পুরুষ চরিত্র কঠোর আর ততটাই মিষ্টি হয়। ঠিক ভুল মিলিয়ে একটা জ্যান্ত মানুষ ফুটিয়ে তোলেন আপনি। তাছাড়া পুরুষকে নারীর প্রতি সাবমিসিভ দেখাতে পছন্দ করেন আপনি। অবশ্যই সেটা মিলন সময়। পুরুষ নিজের পৌরুষ দিয়ে বার বার আপন করে নেয় নারীকে, প্রয়োজনে কঠোর হয়েও।
এটা আমারও মনে হয় ওই বিশেষ মুহূর্তে পুরুষ নিজের ক্ষমতা দিয়ে জয় করে নিতে চায় নারীকে, তাকে ইমপ্রেস করা আর সুখপ্রাপ্তির ও সুখ দেওয়ার একটা নেশা কাজ করে পুরুষের মধ্যে। আর নারীর কেশ মুঠোয় নিয়ে মিলনে একটা আলাদা আনন্দ পায় পুরুষ এটা অস্বীকার করার জায়গা নেই।
অনেক সময়ে, অনেক কথা লিখতে ইচ্ছে করে। পড়ে মনে হয় তাকে মন থেকে একটা আদ্র ধন্যবাদ দি। সেটাই দিলাম। ধন্যবাদ।