10-01-2022, 03:21 PM
হুলোর বিপত্তি
- বুম্বা -
আসল কথা কিছুই না ..
গোঁফ বাগিয়ে একটা হুলো
করছে আনাগোনা।
ছোট্ট দুটো শালিক ছানা
খাচ্ছিল যে খুঁটে দানা,
দেখতে পেয়ে চেঁচিয়ে মাথায়
তুললো বাড়ি খানা।
কাঁঠাল গাছের নিচের ডালে
দুলছে বাসা খানা,
গাছের নিচে বিজ্ঞ হুলো
করছে আনাগোনা।
কিচির মিচির ক্যাঁচর ম্যাচর
উঠলো যেন 'ডাকের' ঝড়,
একশো শালিক বসলো গাছে
জাপটে তাদের ডানা।
ডান্ডা নিয়ে তেড়ে এলো
রামকুমারের নানা ..
পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালো
ধুমসো হুলো খানা।
|| সমাপ্ত ||