10-01-2022, 11:00 AM
(08-01-2022, 03:00 PM)Baban Wrote:বন্দি- বাবান
আমার শরীর তুমি পাবে রাজা কিন্তু মন কোনোদিন নয়! - তীব্র গর্জে জবাব দিলো মীনাক্ষী। রাজ্য হয়তো আর তার পিতার নেই, এই শয়তানের অধীনে কিন্তু রাজকুমারী কিছুতেই হতে পারবেনা এই নিষ্ঠুর শয়তানের সাথী, যাবেনা তার অধীনে... প্রয়োজনে রাখবে প্রাণ কিন্তু স্পর্শ করবেনা ওই শয়তানের চরণ।
বিজয় হেসে উঠলো মীনাক্ষীর ওই উত্তরে। সে পুরো রাজ্যই গিলে ফেললো আর এই সাধারণ একা অবলা নারীর এখনো এতো তেজ! ব্যাপারটা বেশ ভালো লাগল তার। পূর্বে বহু নারীর সংস্পর্শে এসেছে, ভোগী রাজা উপভোগ করেছে তাদের। সেই নারীরাও স্বইচ্ছায় বা ভয় নিজেকে সপে দিয়েছে ভোগী পুরুষের কাছে। কিন্তু এই নারী আজ হেরে যাওয়ার পরেও তার চোখে চোখ রেখে এতো বড়ো কথা বলছে। এক নারীর এতো অস্পর্ধা হয় কি করে? এতো তেজ! সামান্য এক নারী ছাড়া কি সে?
বিজয় চাইলেই মীনাক্ষীকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে নিজের পালঙ্কতে ফেলে নিংড়ে নিতে পারে তার যৌবন, বুঝিয়ে দিতে পারে পুরুষের ক্ষমতা...... কিন্তু..... কিন্তু এই প্রথম কেমন যেন চিনচিনে ব্যাথা অনুভব করছে বুকের বাঁ দিকটায়. না একটুও ভয় পাচ্ছেনা পুরুষ। বন্দিনী নারীর সামনে কিসের ভয়? নারীর সামনেই বা কিসের ভয়? এরা তো ক্ষুদা নিবারণ করার জন্যই। এতদিন তো তাই জেনে এসেছে বিজয়. সেই ছোট্ট নিষ্পাপ বিজয় নিজ পিতাকে বহুবার এমন অন্তরঙ্গ মুহূর্তে দেখেছে সে, তার বাড়ন্ত বয়সে পিতা শিখিয়েছে তাকে পুরুষের দায়িত্ব কর্তব্য ও খেলা...... বড়োদের খেলা. বড়ো সুখের সেই খেলা আর শিখিয়েছে জিততে... যেভাবেই হোক। বার বার পিতাকে অন্যের রক্তক্ষরণে আনন্দ পেতে দেখেছে আর একদিন সেও পিতার মতোই পুরুষ হয়ে নিজের ক্ষমতা ও শক্তি বিস্তার করে পিতার নাম উজ্জ্বল করেছে। যৌবনের ফাঁদে বার বার নিজেই পা দিয়ে শিকার হয়েছে কাম লালসার। কিন্তু আজ এই গর্জে ওঠা নারীর সাহসী চোখে আর কঠোর মুখে তাকিয়ে যে ব্যাথা অনুভব করছে সে তা একেবারে নতুন। বহু ক্ষত থেকে বেশি ভয়ঙ্কর এই হালকা ব্যাথা। মীনাক্ষীর রূপ ও যৌবনের মোহে প্রাথমিক উষ্ণতা তার শরীরে রক্তে ছড়িয়ে পড়লেও এখন একটুও লোভ জাগছেনা শরীরী খেলার প্রতি বিজয়ের, বরং তার প্রয়োজন এখন মুক্তির.. এই ব্যাথা থেকে কিকরে মুক্তিলাভ সম্ভব? এতদিনে সে জয়লাভের পরেও হেরে যাচ্ছে, একটু একটু করে চোখ বুজে আসছে তার, কিন্তু মুখে তার আবারো এক নিষ্পাপ হাসি..... ঘুম... খুব ঘুম পাচ্ছে আজ। একটা স্বপ্ন অপেক্ষা করছে তারজন্য।
#baban
আরেকটু বড়ো ..
থাক ... কখনো কখনো small is beautiful ..