09-01-2022, 07:30 PM
(09-01-2022, 03:35 PM)Baban Wrote: ওই লোকটার নাম আমিও নেবো ভেবেছিলাম যিনি ওই মুহুর্ত অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিল কিন্তু তারপরে লিখেও ডিলিট করে দিয়েছিলাম কারণ ওই লোকটাকে আবার বিচিত্র বাবুর খুব একটা আর পছন্দ হয়না.... তাছাড়া রোমান্টিক গল্পে দুজনের যৌন মিলনের বর্ণনা দেয়াই যায় কিন্তু সত্যিই বলছি আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সেটা আমার অন্তত কেমন যেন লাগে... মনে হয় এটা থাকনা ওদের দুজনের মধ্যে. একান্তে সময় কাটাক ওরা দুজনে. সেটা আমি পিনুদার গল্পের ওই চরম মুহূর্তের বর্ণনাতেও একবার বলেছিলাম যে একটা আলাদা অনুভূতির জাগরণ হয় ওই বিবরণ পড়ে যা মোটেও কামনার নয়, যৌন চাহিদার নয়.. একটা অদ্ভুদ আবেগ... সবাই সেই মুহূর্ত ফুটিয়ে তুলতে পারেনা.... অ্যাডাল্ট গল্পে সেসব আমরা পড়ি ওই মুহুর্ত উপভোগ করার জন্যে কিন্তু এই ধরণের রোমান্টিক গল্পে সেটা আলাদা মাত্রা দেয়. যেটা বাস্তব অবশ্যই কিন্তু ততটাই কঠিন সবদিক থেকে....তাই থাকুক সেই মুহূর্ত ওই দুজনের মধ্যেই... আমরা নাই বা জানলাম.
এই প্রসঙ্গ উঠলো যখন তাই বলি মিলন লালসা আর ভালোবাসার মধ্যেকার সুতোটা কেন্দ্র করে কাল আমিও অণু গল্প লিখেছিলাম.. তোমার চোখে পড়েনি হয়তো, দেখে নিও... ❤
এখন পর্যন্ত বিচিত্র বাবু যাচ্ছেন ভালো মতোই আকাশ আর তার চোখের তারা সুচিত্রা কে নিয়ে। গল্পটাকে সেইভাবেই রেখেছেন যেমনটা রাখবার কথা ছিল আরকি। গল্পের নায়ক নায়িকা ঘরের দরজা বাতি বন্ধ করে উপভোগ করুক না কেন বাসরঘরে সময়টা! আমরা পাঠকেরা বরঞ্চ মনে মনে সাজিয়ে নেই
তুমি ছাড়া আমি একা
পৃথিবীটা মেঘে ঢাকা....
https://www.youtube.com/watch?v=j1NGfOg_89U