09-01-2022, 06:07 PM
(09-01-2022, 12:16 PM)Baban Wrote: ভালোই করেছো লেখোনি। যাদের ঐটুকু থেকে আমরা জেনে আসছি আজ তারা বড়ো হয়ে অন্তরঙ্গ হচ্ছে এটা অন্তত আমার কাছে কেমন যেন লাগতো। যদিও সেই মিলন পবিত্র কিন্তু তবুও না লিখে ভালোই করেছো। এই গল্প শরীরের মিলনের নয় বরং দুই আত্মার মিলনের।
আমরা অবৈধ মিলনের কামুক গল্প হা করে পড়ি বা লিখেও মজা আসে সেসব, কিন্তু আমি বা অনেকেই প্রেমের গল্পে ওসব পড়তে অতটা পছন্দ করিনা। আমিও আমার প্রথম প্রেমের গল্পে ওসবের এক বিন্দুও লিখিনি... মন চায়নি ওসব বর্ণনা দিতে। এসব গল্পে চরিত্র ও পাঠকদের সম্পর্ক একটা নির্দিষ্ট বাঁধনে বাঁধা থাকাই ভাল মনে করি। অন্তরঙ্গ মুহুর্তর শুরু পর্যন্ত লিখতেই পারো কিন্তু বাকিটা ওদের দুজনের মধ্যেই থাক ❤
আমিও ওটাই ভাবছিলাম। প্রথম আপডেটে যার জন্ম হয়েছে তার সেক্সের বর্ণনা কেমন একটা লাগতো।
আপনাদের এই ধরনের সাপোর্ট এর জন্যেই গল্পটা এতো সফলতা পেল
❤❤❤