08-01-2022, 09:03 PM
এখন বসে আছি আমার ডেন-এ। আমার সামনে দুটো টেস্টটিউব। বামে সবজেটে দুধের মতো ফর্মুলা-৪৮ - আমাদের ‘হার্বাল ভায়াগ্রা’; আর ডাইনে স্বচ্ছ নীল একটা তরল, ফর্মুলা বি-১১। এটার কাজ হওয়া উচিত মানুষের যৌন হরমোনগুলোর চরিত্র একটু-আধটু পাল্টানো আর হরমোন ক্ষরণকারী গ্ল্যান্ডগুলোকে শক্ত করা।
করা তো অনেক কিছুই উচিত, কিন্তু মানুষের ওপর পরীক্ষা না করলে কীভাবে বুঝব কাজ করছে কী না? এখানে শিম্পাঞ্জী অবধি পাই নি। এখনো পারমিট পাওয়া যাচ্ছে না। কিন্তু হাতে আর একমাস! কে এমন ভলান্টিয়ার আছে, অজানা-অচেনা দুটো তরল নির্দ্ধিধায় গলায় ঢেলে দেবে বিজ্ঞানের স্বার্থে?
এমন কেউ, যার আর কিছুই হারানোর নেই।
যেমন আমি।
কী আছে আমার ভবিষ্যতের থেকে আশা করার? আমার জীবনের কাজ সময়ের অভাবে আর ব্যুরোক্র্যাসির ফাঁসে পড়ে নষ্ট হতে বসেছে। আমার বন্ধু বলে এমন কেউ নেই যে আমাকে ল্যাং মারবার চেষ্টা করবে না। আমার স্ত্রীকে এতোটাই ইগনোর করেছি যে পুরুষজাতের ওপরেই তার বিতৃষ্ণা জন্মে গেছে। কী হাতিঘোড়া করলাম এজন্মে তা হলে? এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা এমনিতেই যাদের কোনো সংযম নেই তাদের আরো হেল্প করবে? যাদের খাড়া করার জন্যই ওষুধ লাগে তাদের সুখের কাবাবের মাঝে রেস্পনসিবিলিটির হাড্ডি না পড়ার ব্যাবস্থা করেছি ও করছি এখনও? এই আমার লাইফ? এমন লাইফ থাকার চেয়ে না থাকা, এমনকি কোমায় থাকাও ভালো!
আমি কি অপ্রকৃতিস্থ? হা হা হা। আমার লাইফে কোনটা প্রাকৃতিক, ব্রাদার?
হাত বাড়িয়ে কফি মেশিনের পাশ থেকে একটা কাপ তুলে নিলাম।
এই মুহুর্তে আমার চাইতে যোগ্য টেস্ট সাবজেক্ট আর নেই।
কাপটা ধোয়া নেই। একমুহুর্তের জন্য ইতঃস্তত করলাম… তারপর হাসি পেলো। রবিঠাকুরের সেই একটা কবিতা আছে না, অমুকে জনম যার ইয়েতে ভয় কি তার?
শান্তভাবে ফর্মুলা-৪৮-টা কাপে ঢাললাম। তারপর বি-১১। একটা চামচে নিয়ে নাড়তে থাকলাম। ভাল করে না ফেটালে টেস্ট হবে না যে…
অনু-মনুর মুখ, ওপরে-নীচে, ভেসে উঠল চোখের সামনে। জেনুইন ভালবাসায় দুজোড়া চোখ ভেসে যাচ্ছে। এমনভাবে ভাল মেয়েরাই বাসতে পারে।
সাদা কাপে ফিরোজা রঙের তরলটায় ফেনা কাটছে। কিছু একটা গ্যাস বেরচ্ছে, কিন্তু কোন গন্ধ নেই।
সরি অনু। সরি তোমার গোপন প্রেম লুকিয়ে দেখার জন্য। সরি তোমার লাইফটা নষ্ট করার জন্য। সরি ফর এভরিথিং।
একফোঁটা নোনতা জল আমার গাল থেকে টপ করে পড়ল কাপের মধ্যে।
সরি দীপালি, সুজাতা, পিনাকী, দেবব্রত, রাকেশ, প্রিয়াঙ্কা, অনুরাধা, অভিজিত, নাজমা। তোমাদের প্রত্যাশা পূর্ণ করতে পারলাম না। সরি।
চিয়ার্স!
করা তো অনেক কিছুই উচিত, কিন্তু মানুষের ওপর পরীক্ষা না করলে কীভাবে বুঝব কাজ করছে কী না? এখানে শিম্পাঞ্জী অবধি পাই নি। এখনো পারমিট পাওয়া যাচ্ছে না। কিন্তু হাতে আর একমাস! কে এমন ভলান্টিয়ার আছে, অজানা-অচেনা দুটো তরল নির্দ্ধিধায় গলায় ঢেলে দেবে বিজ্ঞানের স্বার্থে?
এমন কেউ, যার আর কিছুই হারানোর নেই।
যেমন আমি।
কী আছে আমার ভবিষ্যতের থেকে আশা করার? আমার জীবনের কাজ সময়ের অভাবে আর ব্যুরোক্র্যাসির ফাঁসে পড়ে নষ্ট হতে বসেছে। আমার বন্ধু বলে এমন কেউ নেই যে আমাকে ল্যাং মারবার চেষ্টা করবে না। আমার স্ত্রীকে এতোটাই ইগনোর করেছি যে পুরুষজাতের ওপরেই তার বিতৃষ্ণা জন্মে গেছে। কী হাতিঘোড়া করলাম এজন্মে তা হলে? এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা এমনিতেই যাদের কোনো সংযম নেই তাদের আরো হেল্প করবে? যাদের খাড়া করার জন্যই ওষুধ লাগে তাদের সুখের কাবাবের মাঝে রেস্পনসিবিলিটির হাড্ডি না পড়ার ব্যাবস্থা করেছি ও করছি এখনও? এই আমার লাইফ? এমন লাইফ থাকার চেয়ে না থাকা, এমনকি কোমায় থাকাও ভালো!
আমি কি অপ্রকৃতিস্থ? হা হা হা। আমার লাইফে কোনটা প্রাকৃতিক, ব্রাদার?
হাত বাড়িয়ে কফি মেশিনের পাশ থেকে একটা কাপ তুলে নিলাম।
এই মুহুর্তে আমার চাইতে যোগ্য টেস্ট সাবজেক্ট আর নেই।
কাপটা ধোয়া নেই। একমুহুর্তের জন্য ইতঃস্তত করলাম… তারপর হাসি পেলো। রবিঠাকুরের সেই একটা কবিতা আছে না, অমুকে জনম যার ইয়েতে ভয় কি তার?
শান্তভাবে ফর্মুলা-৪৮-টা কাপে ঢাললাম। তারপর বি-১১। একটা চামচে নিয়ে নাড়তে থাকলাম। ভাল করে না ফেটালে টেস্ট হবে না যে…
অনু-মনুর মুখ, ওপরে-নীচে, ভেসে উঠল চোখের সামনে। জেনুইন ভালবাসায় দুজোড়া চোখ ভেসে যাচ্ছে। এমনভাবে ভাল মেয়েরাই বাসতে পারে।
সাদা কাপে ফিরোজা রঙের তরলটায় ফেনা কাটছে। কিছু একটা গ্যাস বেরচ্ছে, কিন্তু কোন গন্ধ নেই।
সরি অনু। সরি তোমার গোপন প্রেম লুকিয়ে দেখার জন্য। সরি তোমার লাইফটা নষ্ট করার জন্য। সরি ফর এভরিথিং।
একফোঁটা নোনতা জল আমার গাল থেকে টপ করে পড়ল কাপের মধ্যে।
সরি দীপালি, সুজাতা, পিনাকী, দেবব্রত, রাকেশ, প্রিয়াঙ্কা, অনুরাধা, অভিজিত, নাজমা। তোমাদের প্রত্যাশা পূর্ণ করতে পারলাম না। সরি।
চিয়ার্স!