08-01-2022, 07:54 PM
এ তো ঋতাভরী, একবার অফিসে ঋতাভরী এসেছিল শুটিং করতে কি একটা সিনেমার জন্য। লিফটের সামনে দাঁড়িয়েছিল একা, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। কি বেটে আর রোগাটে ধরণের চেহারা, প্রথমে চিনতেই পারিনি, ভেবেছিলাম নতুন কেউ জয়েন করেছে হয়তো। আমি চোখ দিয়ে একটু ঝাড়ি মেরেছিলাম, দেখি কটমট চোখে তাকিয়ে আছে আমার দিকে। পরে বন্ধুরা বললো আরে ওটা ঋতাভরী রে ! আমি তো অবাক, চেনাই যায় না একদম real life এ !