08-01-2022, 01:22 PM
(08-01-2022, 07:48 AM)ddey333 Wrote: গল্প তো নয় এইটা , সত্যিকারের জীবনকাহিনী মনে হচ্ছে ..
ধিক্কার ওসব বাবাদের যারা নিজের মেয়েদের গায়ে হাত তোলে , কাপুরুষ নপুংসক ওগুলো !!
কি জানেন, আমি এতো সহজে জাজ করি না। মানে পারি না। এতো ঘটনা এতো কিছু দেখেছি, মনে হয় সব ঘটনা, ভালো মন্দ সব কিছুর পিছনে কোন কার্য কারন থাকে। সেই গুলো কে এনালাইজ করলে অন্য কিছুর হদিশ পাওয়া যায়। সেই জন্যেই তো সমাজের লাইন গুলো রাখা থাকে। ওই লাইন গুলো কেউ ক্রস করব না আমরা যতই পরিস্থিতির শিকার হই। । ভুল করে পরিস্থিতি। কিন্তু ফল ভোগে মানুষ। সেই মানুষ এর সামনে থাকে একটা লাইন। সেই লাইন ক্রস করলে সেই মানুষ দোষী হয়। তাকে আইন শাস্তি দেয়। ওই যে বলেছিলাম, মন। মনের ভাবনা আর তার দ্বারা কৃত কর্ম, এই দুয়ের মাঝে থাকে, মূল্যবোধ। একটু ভেবে দেখলে দেখা যাবে, সমাজের ডুজ আর ডোন্ট এর জন্ম, সেই মূল্যবোধ থেকেই।