08-01-2022, 01:06 PM
(08-01-2022, 12:21 PM)Baban Wrote: সব পর্বের মতো এবার এটারও নাম রাখতে হবে আমাকে... এ কি সাংঘাতিক দায়িত্ব রে বাবা উফফ...... এবারের প্রতিটা পার্ট মিলিয়ে অনেক কিছু ঘটে গেছে তাই নির্দিষ্ট একটি ঘটনা ভিত্তি করে নামকরণ করা যাচ্ছে না। এতে ভালোও আছে আবার মন্দও আছে, দুঃখও আছে আবার সুখও.... তাই সেহিসেবে নামকরণ বেশ কঠিন। পাঁচটা দিচ্ছি এর মধ্যে দেখো কোনটা মানানসই হয়।
১) তোমাকে পাবো বলে
২) জীবনযুদ্ধের সৈনিক
৩) বিধিলিপি
৪) তোমাকে চাই ....
৫) শুরু হোক পথ চলা
এমনিতেই গল্পের নামকরণ করতে গিয়ে আমি হিমশিম খাই। পরবর্তী যে গল্পটা লিখবো সেটার খসড়া করতে এক সপ্তাহ লাগলেও নামকরণ করতে লেগেছে দুই তিন মাস। তারপর একটা ভালো নাম পেয়েছি। তাই আপনার উপর দায়িত্ব দিয়ে আমি শান্তির ঘুম ঘুমাতে পারি
❤❤❤