08-01-2022, 12:10 PM
(08-01-2022, 11:36 AM)Bichitravirya Wrote: এই অসমাপ্ত গল্পটা একটা কারণে আপনার অন্যান্য গল্প গুলোর থেকে একটা স্বতন্ত্র পরিচয়ের দাবী রাখে। এটা আপনার প্রথম প্রেমের গল্প সেটার কথা বলছি না। বলছি উপমা ব্যবহার এর কথা। কয়েকটা জায়গায় ওই জোয়ার ভাটা, প্লাবন তারপর আরও ওসব দিয়ে এমন ভাবে লিখেছেন পুরো চুমু লাগছে। এই কারনেই হয়তো সঞ্জয় সেন মহাশয় এই গল্পটা কে আপনার লেখা সেরা নন-ইরোটিক গল্প বলছেন।
❤❤❤
তোমাকে আবারও জানাই অজস্র ধন্যবাদ। সঞ্জয় বাবু একজন বুদ্ধিদীপ্ত পাঠক, এ কথা ঠিক। তবে ওনার কথার উপর base করে কিছু ভাবা উচিৎ নয় .. উনি পুরো মাতাল★দা পাবলিক .. এখন ভালো বলছেন, আবার দু'দিন পর এই গল্পটাকেই হয়তো চারটে খিস্তি মেরে বলবেন জঘন্য হয়েছে।
তবে প্রেমের বর্ণনা যতটা সম্ভব পবিত্র অথচ বাস্তবসম্মত ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।