08-01-2022, 06:32 AM
৭ - এক বৈজ্ঞানিকের চিতা
কীভাবে নেমে এলাম, কীভাবে ফিরে এলাম জানি না। ঘোরের মধ্যে ছিলাম, হঠাৎ হুঁশ হতে ইতিউতি চেয়ে দেখি অফিসের সামনে দাঁড়িয়ে আছি। ঘড়িতে দেখি পাঁচটা বেজে দশ।
এতোটা রাস্তা হেঁটেই এসেছি তবে? বড় তেষ্টা পেয়েছে।
অনু…?
যাক, যা গেছে তা যাক।
একটা বড় নিশ্বাস নিয়ে নেজেকে স্টেডি করলাম। আমার একটা প্রফেশনাল ইমেজ রাখা জরুরী। কোথায় যেন শুনেছিলাম - টু বি সাকসেসফুল, লুক সাকসেসফুল।
গটগট করে ঢুকে গেলাম অফিসের ভেতরে। দীপালি কি একটা যেন বলল। কান না দিয়ে চলে এলাম ল্যাবে। ছেলেমেয়েরা সব কাজে ঢিলে দিয়েছে, তিনজোড়া শুকসারি তিনটে কোনায় গল্প জুড়েছে - একটা জোড়া অবশ্যই সুজাতা-পিনাকী। আমাকে দেখে সব হড়বড় করে নিজের নিজের ডেস্কে ফিরে গেল।
- “অ্যাটেনশন এভরিওয়ান!”
যতটা প্রফেশনাল গলাটা করতে চেয়েছিলাম, কিছুই হল না - দুর্বল শোনাল।
- “আজকের মত এখানেই গুটিয়ে ফেলো। আমার কিছু নতুন ফর্মুলা টেস্ট করার আছে, সেজন্য ল্যাব ফাঁকা চাই। আবার কাল সকালে দেখা হবে, গুড ইভনিং!”
ধীরে ধীরে ল্যাব খালি হতে লাগল। সু-পি জোড়া হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতে চাইছিল, কিন্তু জোর করে তাড়ালাম। কারণ আজকের গবেষণায় শিক্ষা কিছু নেই, বরং কুশিক্ষা আছে। আমার পরের স্টেপ ঠিক করা হয়ে গেছে; এই বিশেষ টেস্ট-এর জন্যে আমার ফাঁকা ঘর চাই - একদম ফাঁকা!
কীভাবে নেমে এলাম, কীভাবে ফিরে এলাম জানি না। ঘোরের মধ্যে ছিলাম, হঠাৎ হুঁশ হতে ইতিউতি চেয়ে দেখি অফিসের সামনে দাঁড়িয়ে আছি। ঘড়িতে দেখি পাঁচটা বেজে দশ।
এতোটা রাস্তা হেঁটেই এসেছি তবে? বড় তেষ্টা পেয়েছে।
অনু…?
যাক, যা গেছে তা যাক।
একটা বড় নিশ্বাস নিয়ে নেজেকে স্টেডি করলাম। আমার একটা প্রফেশনাল ইমেজ রাখা জরুরী। কোথায় যেন শুনেছিলাম - টু বি সাকসেসফুল, লুক সাকসেসফুল।
গটগট করে ঢুকে গেলাম অফিসের ভেতরে। দীপালি কি একটা যেন বলল। কান না দিয়ে চলে এলাম ল্যাবে। ছেলেমেয়েরা সব কাজে ঢিলে দিয়েছে, তিনজোড়া শুকসারি তিনটে কোনায় গল্প জুড়েছে - একটা জোড়া অবশ্যই সুজাতা-পিনাকী। আমাকে দেখে সব হড়বড় করে নিজের নিজের ডেস্কে ফিরে গেল।
- “অ্যাটেনশন এভরিওয়ান!”
যতটা প্রফেশনাল গলাটা করতে চেয়েছিলাম, কিছুই হল না - দুর্বল শোনাল।
- “আজকের মত এখানেই গুটিয়ে ফেলো। আমার কিছু নতুন ফর্মুলা টেস্ট করার আছে, সেজন্য ল্যাব ফাঁকা চাই। আবার কাল সকালে দেখা হবে, গুড ইভনিং!”
ধীরে ধীরে ল্যাব খালি হতে লাগল। সু-পি জোড়া হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতে চাইছিল, কিন্তু জোর করে তাড়ালাম। কারণ আজকের গবেষণায় শিক্ষা কিছু নেই, বরং কুশিক্ষা আছে। আমার পরের স্টেপ ঠিক করা হয়ে গেছে; এই বিশেষ টেস্ট-এর জন্যে আমার ফাঁকা ঘর চাই - একদম ফাঁকা!