07-01-2022, 08:59 PM
(07-01-2022, 08:53 PM)Bumba_1 Wrote: কোনো ক্ষেত্রেই কারোর অন্ধ ভক্ত হওয়া উচিত নয়।
কিছু কিছু সিনেমায় কিছু কিছু অভিনেতার অভিনয় সেরা হয়ে রয়েছে .. আবার দেখা যায় আরেকটা সিনেমায় সেই অভিনেতার অভিনয় একদমই পাতে দেওয়ার মতো হয়নি।
তবে overall ঋত্বিক চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তী জাত অভিনেতা। এছাড়াও নতুন এক ঝাঁক যে সমস্ত ছেলেমেয়েরা উঠে আসছে তাদের মধ্যে .. ঋদ্ধি সেন, ঋতব্রত মুখার্জি, ঈশা সাহা .. এরা প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা।
অভিনেতার অভিনয় যোগ্যতার পাশাপাশি পরিচালকের পরিচালনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে.. সে কিভাবে অভিনেতাকে প্রেসেন্ট করে দর্শকের সামনে.
(07-01-2022, 08:53 PM)Bumba_1 Wrote:অন্নদাতা .. সুপারহিট হয়েছিল
সেতো জানি.... ঝেড়ে দেওয়া মাল ভালো হবেনা?..... ওই একটা গুন বাংলা সিনেমার.... তবু তখন একটা সৌন্দর্য আর শ্রদ্ধা ছিল রিমেকের প্রতি এখন তো টুকলি টুকলি খেলা হয়.... আর গানটা কেন লিখলাম নিশ্চই বুঝেছো বিশেষ করে - এ মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে