07-01-2022, 08:53 PM
(07-01-2022, 08:45 PM)Bichitravirya Wrote: হ্যাঁ আমি শ্রীলেখার কথাই বলছি। এতো ডিটেলস আমি জানতাম না। আপনি মশাই পুরানো বা ওই সময়ের সিনেমার প্লেব্যাক গায়ক ছিলেন নাকি.... এতো বিশদে গভীর ভাবে বিস্তারিত জানেন তাই মনে হলো কথাটা
আমি কিন্তু দেব জিৎ এর ভক্ত নই আবার আবির অনির্বাণ এর ভক্ত ও নই। আমি হলাম গিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় আর শাশ্বত চট্টোপাধ্যায় এর ভক্ত
❤❤❤
কোনো ক্ষেত্রেই কারোর অন্ধ ভক্ত হওয়া উচিত নয়।
কিছু কিছু সিনেমায় কিছু কিছু অভিনেতার অভিনয় সেরা হয়ে রয়েছে .. আবার দেখা যায় আরেকটা সিনেমায় সেই অভিনেতার অভিনয় একদমই পাতে দেওয়ার মতো হয়নি।
তবে overall ঋত্বিক চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তী জাত অভিনেতা। এছাড়াও নতুন এক ঝাঁক যে সমস্ত ছেলেমেয়েরা উঠে আসছে তাদের মধ্যে .. ঋদ্ধি সেন, ঋতব্রত মুখার্জি, ঈশা সাহা .. এরা প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা।