07-01-2022, 08:34 PM
(This post was last modified: 07-01-2022, 08:37 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
(07-01-2022, 08:23 PM)Bichitravirya Wrote: প্রসেনজিৎ এর ভক্ত আমি নই... এযুগের ছোকরা আমি তাই ঠিক ভাবে চিনি না। সিনেমাও বেশি দেখিনি। আমি জানি না আপনারা কিভাবে রিয়েক্ট করবেন তবে ওই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটা বড়ো ঝড় উঠেছিল। তাতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী রা movie maafia দের কথা বলতো।
সেই ঝড় বাংলাতেও আছড়ে পড়েছিল। তখন movie maafia দের নামের লিস্টে প্রসেনজিৎ নামটাও ছিল
❤❤❤
প্রসেনজিতের অন্ধ ভক্ত আমিও নই।
তুমি যেটা বলতে চাইছো সেটা হলো শ্রীলেখা মিত্র একটা live করেছিলো .. সেখানে ইন্ডাস্ট্রিতে সিনেমা না পাওয়ার জন্য প্রকাশ্যে উনি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে দায়ী করেছিলেন।
সেই সময় বছরে গড়ে ৪৫-৫০ টা করে সিনেমা হতো (এখন অবশ্য সংখ্যাটা অনেক কমে গিয়েছে)। ৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত যতদিন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি বেঁধে কাজ করতেন - ওদের মোট সিনেমা সংখ্যা ছিলো ৪৫ .. অর্থাৎ গড়ে ন'টা করে সিনেমা ওরা প্রত্যেক বছরে করতেন। বাকি সিনেমাগুলোতে অন্যান্য নায়িকারা যেমন ইন্দ্রানী হালদার, শতাব্দি রায়, দেবশ্রী রায়, ইন্দ্রানী দত্ত প্রভৃতি নায়িকারা অন্যান্য নায়ক কথা তাপস পাল, অভিষেক চ্যাটার্জী, চিরঞ্জিত চক্রবর্তী, লোকেশ, বাংলাদেশ থেকে আগত ফিরদৌস ইত্যাদি নায়কদের সঙ্গে কাজ করতেন .. তাদের সিনেমা চলতো না সেটা আলাদা কথা। এখানে আমার প্রশ্ন হচ্ছে .. শ্রীলেখা মিত্র তখন কি বালটা ছিঁড়তো? তিনি কেন ওই সমস্ত সিনেমাতে নায়িকা হিসেবে রোল পাননি? নায়়ক হিসেবে আমার প্রসেনজিৎ কেই চাই আবার না পেলে তাকে গালাগালিও দেবো .. এটা কি করে সম্ভব।