07-01-2022, 08:31 PM
(07-01-2022, 08:23 PM)Bichitravirya Wrote: প্রসেনজিৎ এর ভক্ত আমি নই... এযুগের ছোকরা আমি তাই ঠিক ভাবে চিনি না। সিনেমাও বেশি দেখিনি। আমি জানি না আপনারা কিভাবে রিয়েক্ট করবেন তবে ওই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটা বড়ো ঝড় উঠেছিল। তাতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী রা movie maafia দের কথা বলতো।
সেই ঝড় বাংলাতেও আছড়ে পড়েছিল। তখন movie maafia দের নামের লিস্টে প্রসেনজিৎ নামটাও ছিল
❤❤❤
এযুগের ছোকরা তাই বোঝোনা চিরদিনই তুমি যে আমার, বলছি তোমার কানে কানে, সব লাল পাথরই তো... কত বলবো এসব গানের মূল্য আমাদের কাছে কি... আজকালকার গান... মাগো.. উফফফ!!
কেউ ভালো নয় ভাই... সবাই নিজের ভালো চায়... অন্যের ক্ষতিতে মহা আনন্দ পায় মানব জাতি...
আমি তো অভিনেতা প্রসেনজিতের কথা বলেছি.. তার অভিনয় সত্তার কথা... সেখানে তো কোনো চিটিংবাজি চুরিচামারি করেনি সে.. নইলে কি আমাদের তার অভিনয় পছন্দ হতো? ব্যাক্তিগত ভাবে সে কি আমি জানতেও চাইনা.. তার অভিনয় দেখা নিয়ে আমাদের কাজ.... সেখানে সে খাঁটি.. জীবনে নাই বা হলো...
একটা কথা জানো.... নিজের আইডল কে খুব কাছ থেকে কোনোদিন জানার চেষ্টা করতে নেই.... দারুন ধাক্কা লাগতে পারে