07-01-2022, 07:53 PM
(07-01-2022, 07:43 PM)Baban Wrote: সেটাও তো তাকে শ্রদ্ধা করার আরেকটা কারণ আমার.... বাংলা ইনডাস্ট্রি প্রায় বন্ধের মুখে ছিল, গান মানেই দীঘা... একই বাড়িতে যেন এদিক ওদিক করে শুটিং সেখান থেকে ওই লোকটা একা দিনে কত গুল schedule কাজ করে গেছে...... কোন অবস্থায় তাকে একটা সময় পড়তে হয়েছিল নিজের শুরুর যাত্রাপথে তা আর নাহয় না বললাম... তুমি নিশ্চই জানো... তার মা একা সামলেছেন দুই সন্তানকে... সেখান থেকে বুম্বা যাকে সবাই চিনেও চিন্তনা... কারণ তার পরিচয় ছিল অন্যের নামে, একদিন এলো যেখানে তার সাথে কাজ করতে পারা মানে জীবন ধন্য...... তা সে পুরোনো ড্রামাটিক কমার্সিয়াল বই হোক বা আর্ট ফিল্ম... পসেনজিৎ থেকে প্রসেনজিৎ দুই রূপেই সাবলীল লোকটা ❤❤
হ্যাঁ .. অনেক স্ট্রাগল করে উপরে উঠে এসেছে এই ভদ্রলোক। পল্লবীর (বুম্বাদার বোন) মুখে টিভির একটা অনুষ্ঠানে শুনছিলাম ছোটবেলায় এমনও দিন গেছে দুই ভাই-বোনকে চা বানিয়ে বিক্রি করতে হয়েছে। একদা বড়লোক বাড়ির মেয়ে এবং সুপারস্টারের বউ রত্না দেবীকে (বুম্বাদার মা) শাড়ির ব্যবসা করতে হতো সংসার চালানোর জন্য।
একটা মজার কথা বলি .. তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো .. নব্বইয়ের শেষাশেষি সময় যখন স্বপন সাহা পরিচালক হিসেবে উঠে এসেছে এবং প্রচুর সিনেমা করছে। লক্ষ্য করে দেখো সেই সময় তার বেশিরভাগ সিনেমাতে পর্দার কাপড় আর বিছানার চাদর একই থাকতো। এতটাই কম বাজেটের ছবি হতো সেই সময়। সেই ছবিগুলো প্রসেনজিৎ কি করে হিট করাতো ভগবান জানে।