07-01-2022, 07:43 PM
(07-01-2022, 07:31 PM)Bumba_1 Wrote: দেখো, সত্যি কথা বলতে কি .. উত্তমবাবু যখন অভিনয় করতেন, তখন তার সঙ্গে অভিনয় করতেন অসিত বরণ, বসন্ত চৌধুরী, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, ভানু বন্দোপাধ্যায়, জহর রায়, উৎপল দত্ত ইত্যাদি কিছু দিকপাল ব্যক্তির নাম। সর্বোপরি সেই সময়কার অর্থাৎ স্বর্ণযুগের গান এবং সিনেমার চিত্রনাট্য অনেকটাই সাহায্য করত একটা চলচ্চিত্রকে সফলতার শিখরে নিয়ে যেতে। তাই উত্তম বাবুকে অত্যধিক চাপ কখনোই নিতে হয় নি।
কিন্তু প্রসেনজিতের সময় না ছিল সেই অর্থে সহ-অভিনেতা, না ছিল ভালো গান, না ছিল উপযুক্ত চিত্রনাট্য। তাও তিনি একার কাঁধে সমগ্র ইন্ডাস্ট্রি বহন করে একটার পর একটা সিনেমা হিট দিয়ে গেছেন। একথা অনস্বীকার্য ..
সেটাও তো তাকে শ্রদ্ধা করার আরেকটা কারণ আমার.... বাংলা ইনডাস্ট্রি প্রায় বন্ধের মুখে ছিল, গান মানেই দীঘা... একই বাড়িতে যেন এদিক ওদিক করে শুটিং সেখান থেকে ওই লোকটা একা দিনে কত গুল schedule কাজ করে গেছে...... কোন অবস্থায় তাকে একটা সময় পড়তে হয়েছিল নিজের শুরুর যাত্রাপথে তা আর নাহয় না বললাম... তুমি নিশ্চই জানো... তার মা একা সামলেছেন দুই সন্তানকে... সেখান থেকে বুম্বা যাকে সবাই চিনেও চিন্তনা... কারণ তার পরিচয় ছিল অন্যের নামে, একদিন এলো যেখানে তার সাথে কাজ করতে পারা মানে জীবন ধন্য...... তা সে পুরোনো ড্রামাটিক কমার্সিয়াল বই হোক বা আর্ট ফিল্ম... পসেনজিৎ থেকে প্রসেনজিৎ দুই রূপেই সাবলীল লোকটা ❤❤