07-01-2022, 07:01 PM
(This post was last modified: 07-01-2022, 07:07 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
(07-01-2022, 06:49 PM)Bichitravirya Wrote: বুঝলাম ব্যপারটা। এরকম আরো একজনের সাথে হয়েছে সেটাও জানি। নামটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এক মহিলা তার ছেলের নাম রবীন্দ্রনাথ রেখেছিল।
অর্পিতা অপর্ণা আমার কাছে সব এক আমার নাম মনে থাকে না আপনি জানেন। নিজের গল্পেই ভুলে যাই
তবে ওই যে মুম্বাই বললেন ওটা pm করতে পারেন... জানার খুব ইচ্ছা হচ্ছে
❤❤❤
কারোর নামে নাম রাখলেই তো তার সঙ্গে প্রেম থাকেনা, শ্রদ্ধা থেকেও নামকরণ করা যায়। ছোট্ট জিজ্ঞাসা সিনেমাটা দেখার পর আমার মাতৃদেবী (তখন কলেজে পড়তেন উনি) বুম্বাদার (নায়ক প্রসেনজিৎ) প্রেমে পড়ে যান। তখন থেকেই ভেবে রেখেছিলেন বিয়ে তো একদিন না একদিন হবেই। যদি পুত্র সন্তান হয়় তাহলে তার নাম রাখবে বুম্বা। তার মানে তো এই নয় যে আমার মাতৃদেবী ওই নায়কের প্রেমিকা ছিলেন বা অন্য কিছু।
বাঙালি তথা ভারতীয়দের সারা বিশ্বের দরবারে যে ক'জন মুখ উজ্জ্বল করেছেন তার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম সেরা .. তাই তার নাম কালিমালিপ্ত করার কোনো অধিকার নেই আমাদের। যদিও রঞ্জন বন্দ্যোপাধ্যায় নামে so called একজন চুতিয়া সাংবাদিক এবং লেখক এই কাজটা অনেক দিন ধরেই করে চলেছেন কাদম্বরী দেবীকে নিয়ে। সব জায়গায় সম্পূর্ণরূপে যার বিরোধিতা করেছি আমি।
আমার গল্পের ক্ষেত্রে ব্যাপারটা অন্য .. আর যে সুরের জগতের যে দুইজন মানুষের কথা একটু আগে বললাম .. তাদের নাম প্রকাশ্যে বা নিভৃতে কখনোই বলবো না।