07-01-2022, 06:37 PM
(This post was last modified: 07-01-2022, 06:49 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
(07-01-2022, 06:24 PM)Bichitravirya Wrote: একটা খটকা লেগেছিল... তাই আবার পড়লাম। এখন সেটা দৃঢ় হলো। সেটা হলো কথক ঋদ্ধি আর অপর্ণার ছেলে ঋদ্ধি দুজনের নাম এক। কিন্তু অপর্ণার ছেলের বাবা হলো কথক ঋদ্ধি। তাহলে বাবা ছেলের নাম এক কেন? রাখা যায় কি?
ভুল বললেন... আমি আপনি মি. বাবান লিখলেও সঞ্জয় সেন মহাশয় আর দেবু দা লেখেন না। এই দুজনকে ধরতে হবে ভালো করে তাহলেই ওই দুজনের হাত থেকে আমরা গল্প পাবো
❤❤❤
প্রথমে জানাই আমার গল্পের নায়িকার নাম অপর্ণা নয় অর্পিতা।
আসলে অর্পিতা তো কোনোদিন ভাবেনি ঋদ্ধিমানের সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে যাবে, ঠিক যেমন ঋদ্ধিমান ভাবেনি অর্পিতার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার কথা।
অর্পিতা তো স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিয়েছিলো এবং তার সন্তানের নামকরণ করেছিল তার মনের মণিকোঠায় রাখা একান্ত ভালোবাসার মানুষটির নামানুসারে। সন্তানের নামের মধ্যে দিয়েই তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলো।
এরকম অনেকেই করে থাকেন .. ঠিক যেমন মুম্বাইয়ের এক সুরের জগতের মানুষ (নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলার সঙ্গে সঙ্গে এই ফোরামে বিতর্কের ঝড় উঠবে) তার বড় ছেলের নামকরণ করেছিল আমাদের বাংলার এক সুরের জগতের মানুষের নাম অনুসারে।