07-01-2022, 06:04 PM
(07-01-2022, 03:19 PM)Sanjay Sen Wrote: প্রকৃত গল্পের পরিসমাপ্তি কার্যত আজকেই ঘটলো। বাকি পর্বগুলো ফুচকার ফাউয়ের মতো আসবে পরবর্তী পর্যায়ে
সব মিলিয়ে খুব ভালো লেগেছে আজকের পর্বটি। সেভাবে তো কোনো মেলোড্রামা ছিল না আজকের পর্বে, শুধুমাত্র সুচিত্রার বাবা-মায়ের সঙ্গে তাঁর মামা-মামীর ওই ধরনের অযাচিতভাবে জ্ঞান দেওয়ার আজগুবি কথোপকথন ছাড়া আর অত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের বউয়ের নিজের হাতে বাসন মাজা ছাড়া।
এই ভাবেই এগিয়ে চলো
হ্যাঁ এখানেই সমাপ্ত ছিল। কিন্তু ফুচকার ফাউ কিন্তু সবথেকে বেশি সুস্বাদু লাগে অন্যান্য গুলোর থেকে
সুচির মামা মামির সাথে ওই ধরনের কথোপকথন এর একটা কারন আছে। সেটা হলো সুচির বয়স 27 আর আকাশের 23 । বিষয়টা সবাই ভালো চোখে দেখবে এরকম না। তাই কয়েকজন কে রেখেছি বিদ্রোহ করার জন্য।
আর ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট এর বউ.... ওটা সত্যি আমি ভাবিনি এতো বড়ো একটা ব্যাপার হয়ে যাবে। আমার কাছে এটা খুব স্বাভাবিক ছিল এবং আছেও। ছোট তিন জনের সংসার। সেখানে কাজের জন্য একজনকে রাখলে আকাশের মা কি করবে সারাদিন? এইসব ভেবে আমি রাখিনি।
তবে ভবিষ্যতে এই সব খেয়াল রাখবো
❤❤❤